
অভিনেত্রী মোনালিসা (Monalisa) বা ঝুমা বউদি (Jhuma boudi) সোশ্যাল মিডিয়ায় নতুন রিল পোস্ট করেছেন। হট ও সেক্সি লুকে ধরা দিয়েছেন। এই লুক একেবারে নজর কেড়েছে। আঁটসাঁট ব্ল্যাক বডিকন ড্রেস। সুঢৌল শরীর। দেখা যাচ্ছে বক্ষ বিভাজিকা। যা দেখে নেটিজেনদের মধ্যে শরীরের পারদ চড়তে শুরু করেছে। হট লুকে মোনালিসাকে দারুন লাগছে। তাঁর শরীরী ভাষা এবং চোখের এক্সপ্রেশন যেন চুম্বকের মতো ভক্তদের টানছে। বেরিয়ে আছে বুকের অনেকটা অংশ। যা দেখে নজর ঘোরাতে পারছে না কেউ। তার ভক্তদের মধ্যে তোলপাড়।
মোনালিসার ছবি মানেই হট লুক। অভিনেত্রী মোনালিসা বা ঝুমা বৌদি (Jhuma boudi) সোশ্যাল মিডিয়ায় কিছু বৌদি হট লুকের ভিডিও পোস্ট করেছেন। একেবারে সেক্সি খোলা চুলে হট আবেদন। তাঁর সোশ্যাল সাইডে এই ছবি পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। বড় বা ছোট পর্দাতে মোনালিসা বা ঝুমা বৌদিকে (Jhuma boudi) দেখতে পাওয়া মানেই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা। ভোজপুরি অভিনয় জগতের এক জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। এই অভিনয় জগতে নিজের ক্যারিয়ার শুরু করার আগে মোনালিসার পরিবারের দেওয়া অর্থাৎ জন্মের সময় মোনালিসার নাম দেওয়া হয়েছিল অন্তরা বিশ্বাস। অভিনয় জগতের জন্য অন্তরা নিজের নাম পরিবর্তন করে হয়ে ওঠেন মোনালিসা। বর্তমান যুগে মোনালিসা নামে জনপ্রিয় হওয়ার সঙ্গে ঝুমা বৌদি (Jhuma boudi) নামেও খুব জনপ্রিয় অন্তরা।