
অভিনেত্রী মোনালিসা (Monalisa) বা ঝুমা বৌদি (Jhuma Boudi) সোশ্যাল মিডিয়ায় একেবারে কালারফুল কিছু ছবি পোস্ট করেছেন। আকর্ষণীয় রঙের পোশাকে পোজ দিয়েছেন । একটি টাই-ডাই স্টাইলের কটন কো-অর্ড সেট। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময় ব্যাকগ্রাউন্ড এ ছবি তুলেছেন। পোশাকটিতে রয়েছে নীল, হলুদ, কমলা, লাল এবং সবুজ রঙের ঝলক। যা একে করে তুলেছে নজরকাড়া ও উৎসবমুখর। ক্রপড টপটির ডিজাইন শরীরের মাঝখান উন্মুক্ত রেখে ফ্যাশন এবং স্বাচ্ছন্দ্য দুটোই বজায় রেখেছে। প্যান্টটি ঢিলেঢালা। পুরো লুকটিকে দিয়েছে এক সফিস্টিকেটেড ক্যাজুয়াল ভাব। সঙ্গে তাঁর হালকা গয়না ও স্নিকার্স । দেখা যাচ্ছে নাভি। তাকে এই পোষাকে সেক্সি লাগছে।
বড় বা ছোট পর্দাতে মোনালিসা বা ঝুমা বৌদিকে (Jhuma boudi) দেখতে পাওয়া মানেই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা। ভোজপুরি অভিনয় জগতের এক জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। এই অভিনয় জগতে নিজের ক্যারিয়ার শুরু করার আগে মোনালিসার পরিবারের দেওয়া অর্থাৎ জন্মের সময় মোনালিসার নাম দেওয়া হয়েছিল অন্তরা বিশ্বাস। অভিনয় জগতের জন্য অন্তরা নিজের নাম পরিবর্তন করে হয়ে ওঠেন মোনালিসা। বর্তমান যুগে মোনালিসা নামে জনপ্রিয় হওয়ার সঙ্গে ঝুমা বৌদি (Jhuma boudi) নামেও খুব জনপ্রিয় অন্তরা। প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি ও রিল বা ভিডিওর পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে ঝুমা বৌদি (Jhuma boudi)। মোনালিসা (Monalisa) কোনও ছবি বা নাচের রিল বা ভিডিও পোস্ট করলে সবার প্রথমে তার রূপ দেখে চোখ সরাতে পারে না ফলোয়াররা।