অভিনেত্রী মোনালিসা (Monalisa) বা ঝুমা বৌদি (Jhuma boudi) আবারও হট এবং সেক্সি লুকে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়। তিনি কিছু নতুন ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে হট এবং সেক্সি লুকে। লাল রঙের ঝলমলে শাড়িতে। লাল শাড়ি ও ম্যাচিং স্লিভলেস ব্লাউজ। চোখধাঁধানো রূপ। ব্লাউজের ব্যাকলেস ডিজাইন। শাড়ির ট্রান্সপারেন্ট প্যাটার্নে লুককে আরও বোল্ড ও স্টাইলিশ করে তুলেছে। অনেকটাই দেখা যাচ্ছে বক্ষের খাঁজ । যা দেখে নেটিজেনদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এই ছবিতে তারা লাইক, কমেন্টে ভরিয়ে দিয়েছেন। এর সাথে চুলে হালকা কার্ল, নজরকাড়া মেকআপ ও আকর্ষণীয় জুয়েলারি। যা তাঁর লুককে আরও মোহময়ী করে তুলেছে। এই ছবিতে মোনালিসা একটি আকর্ষণীয় ও গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন। তিনি পড়েছেন একটি উজ্জ্বল লাল রঙের নেটের শাড়ি, যার পুরো বর্ডার ও পল্লুতে রয়েছে সুন্দর সিকুয়েন্স ও এমব্রয়ডারির কাজ। শাড়ির বডি অংশে স্বচ্ছ কাপড়ের ওপর লাল অলঙ্করণে তৈরি ডিজাইন নজর কেড়েছে, যা তাঁকে আরও হট ও সেক্সি লুক দিয়েছে।
বিনোদন জগতের পাশাপাশি নেট দুনিয়াতেও খুবই জনপ্রিয় ঝুমা বৌদি (Jhuma boudi)। সোশ্যাল মিডিয়ায় কয়েক মিলিয়ন ফলোয়ার্স রয়েছে মোনালিসার এবং তাদের জন্য নিয়মিত অ্যাক্টিভ থাকেন ঝুমা বৌদি (Jhuma boudi)। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনের বিভিন্ন মুহুর্তের ভিডিও বা রিল এবং নতুন নতুন লুকের ছবি শেয়ার করেন মোনালিসা এবং ঝুমা বৌদির (Jhuma boudi)প্রশংসায় প্রতিটি পোস্টের কমেন্ট বক্স ভরিয়ে দেয় তার ভক্তরা।
মোনালিসার জন্মগত নাম অন্তরা বিশ্বাস, তবে অভিনয় জগতে প্রবেশ করার আগে নিজের নাম পরিবর্তন করে অন্তরা থেকে রাখেন মোনালিসা। বর্তমান যুগে মোনালিসার সঙ্গে ঝুমা বৌদি নামেই পরিচিত ও জনপ্রিয় অন্তরা। মোনালিসা ভোজপুরির সঙ্গে হিন্দি টেলিভিশন সিরিয়াল, শো এবং অন্যান্য অনেক ভাষায় কাজ করেছেন।