Credit: Instagram

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন বাংলাদেশি ইউটিউবার জান্নাত তোহা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রায় প্রতিদিনই ছবি, রিল বা ভিডিও পোস্ট করেন তিনি৷ সাধারণত পরিবার, ভ্রমণ এবং সৌন্দর্যের মতো বিভিন্ন বিষয়ের উপর ছবি, রিল ও ভিডিও পোস্ট করেন জান্নাত। ইউটিউবে জান্নাত তোহার ভ্লগ দৃষ্টি আকর্ষণ করে অনেক দর্শকের, তার ইউটিউব ভ্লগ দেখা পছন্দ করে সাধারণত অল্পবয়সীরা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অসংখ্য মানুষ ফলো করে জান্নাত তোহাকে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সালোয়ার কামিজ পরে কয়েকটি রিল শেয়ার করেছেন জান্নাত তোহা। ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে গোলাপী রঙের সালোয়ার কামিজের সঙ্গে সবুজ ওড়না নিয়েছেন তিনি। হালকা মেকআপ ও খোলা চুলে বন্ধুত্বের উপর রিল করেছেন জান্নাত। ভিডিওতে খুব সুন্দর দেখতে লাগছে তাকে। তিনি পরিচিতি পেয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় যখন একটি এমএমএস ভিডিও ভাইরাল হয় জান্নাত তোহার। জান্নাতের এই এমএমএস ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল বিতর্ক।