সুইমিং পুলের নীল জল, আর সেই জলে সুইমস্যুট পরে গ্রীষ্মের উত্তাপ এনজয় করছেন অভিনেত্রী মোনালিসা  অর্থাৎ ঝুমা বৌদি (Jhuma boudi)। ভিডিওর ক্যাপশন “Hot Summers And Me” গরমে নীল জলে আনন্দ উপভোগ করছেন এমনই ভঙ্গিমা ফুটিয়ে তুলেছেন ভিডিওতে। ভিডিওর সমস্ত পোজে মিষ্টি হাসিতে মন ভরিয়েছেন অভিনেত্রী। ভিডিও জুড়ে তার সেক্সি ভঙ্গিমা নেটিজেনদের মন কেড়েছে। একেবারে সেক্সি লুকে।  যা দেখে নেটিজেনরা চোখ সরাতে পারছেন না। তাঁর সোশ্যাল সাইডে এই ছবি পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়।

বর্তমান যুগে মোনালিসা নামে জনপ্রিয় হওয়ার সঙ্গে ঝুমা বৌদি (Jhuma boudi) নামেও খুব জনপ্রিয় অন্তরা। বড় বা ছোট পর্দাতে মোনালিসা বা ঝুমা বৌদিকে (Jhuma boudi) দেখতে পাওয়া মানেই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা। ভোজপুরি অভিনয় জগতের এক জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। এই অভিনয় জগতে নিজের ক্যারিয়ার শুরু করার আগে মোনালিসার পরিবারের দেওয়া অর্থাৎ জন্মের সময় মোনালিসার নাম দেওয়া হয়েছিল অন্তরা বিশ্বাস। অভিনয় জগতের জন্য অন্তরা নিজের নাম পরিবর্তন করে হয়ে ওঠেন মোনালিসা।

প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি ও রিল বা ভিডিওর পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে ঝুমা বৌদি (Jhuma boudi)। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় হট ও সেক্সি ছবি ও নাচের রিল বা ভিডিওর পোস্ট করেন মোনালিসা (Monalisa)। সোশ্যাল মিডিয়ায় মোনালিসা সাধারণত কোনও ছবি বা নাচের রিল পোস্ট করলে সেই ছবি বা রিল খুব কম সময়েই ভাইরাল হয়ে যায়। মোনালিসা (Monalisa) কোনও ছবি বা নাচের রিল বা ভিডিও পোস্ট করলে সবার প্রথমে তার রূপ দেখে চোখ সরাতে পারে না ফলোয়াররা। মোনালিসা ছবি, রিল বা ভিডিও পোস্ট করলেই ঝড় উঠে যায় সোশ্যাল মিডিয়ায়। মোনালিসার সিজলিং হট সেক্সি স্টাইল নজর কেড়ে নেয় তার ফলোয়ারদের।