অভিনেত্রী মোনালিসা বা ঝুমা বৌদি ( Jhuma Boudi) নতুন ফ্যাশানের হাজির। হট লুকে নতুন ভিডিও পোষ্ট হতেই ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা পেয়েছে। একদম সেক্সি ও গ্ল্যামারাস লুকে এই ভিডিওতে হাজির ঝুমা বৌদি। স্ট্রাইপ প্রিন্টেড শর্ট ড্রেসে তার উপস্থিতি ছিল নজরকাড়া। হট লুকে মোনালিসাকে দেখে নেটিজেনদের মধ্যে আলোড়ন।

ভিডিওতে তিনি নানা পোজে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন। ভিডিওটি পোষ্ট হতেই ভাইরাল হয়ে যায়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রচুর রিয়্যাকশন, মন্তব্য, শেয়ার। ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট সেকশন – কেউ লিখেছেন “গর্জিয়াস লুক,” কেউ আবার “হটনেস ওভারলোড” বলেও মন্তব্য করেছেন।

অভিনয় জগতে জনপ্রিয়তা পেয়েছেন মোনালিসা। অভিনয়ের সুবাদেই ঝুমা বৌদি নামেও পরিচিত। বরাবরই সাহসী ও হট ছবি ভিডিও পোষ্ট করেন। সেক্সি লুকে ধরা দেন।