জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা বা ঝুমা বৌদি (Jhuma Boudi) সোশ্যাল মিডিয়ায় আবারও ঝড় তুলেছেন তাঁর নতুন ফটোশুটের ঝলকে। সম্প্রতি তিনি প্যারিস সফরে গিয়েছেন এবং সেখান থেকেই একাধিক ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে দেখা যাচ্ছে, তিনি আইকনিক আইফেল টাওয়ারের ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন, পেছনে মনোরম শহর প্যারিসের দৃশ্য।

মোনালিসা এই ফটোশুটে হট অ্যান্ড বোল্ড লুকেই নজর কেড়েছেন। কালো রঙের ক্লিভেজ-রিভিলিং ক্রপ টপ ও হাই ওয়েস্ট ডেনিম হট প্যান্ট পরে তিনি ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। তাঁর হেয়ারস্টাইল ছিল সোজাসাপটা, হালকা মেকআপ এবং ঝকঝকে হাসি – সব মিলিয়ে তাঁর সৌন্দর্য যেন নতুন উচ্চতায় পৌঁছেছে।

মোনালিসার হট লোক দেখে ভক্তদের মনে উচ্ছ্বাস । তিনি কখনও ব্যালকনিতে হেলান দিয়ে শহরের দৃশ্য উপভোগ করছেন, আবার কখনও ক্যামেরার দিকে তাকিয়ে  পোজ দিচ্ছেন।

মোনালিসার এই ছবি পোস্ট হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়েছে। অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট সেকশন। বর্তমানে মোনালিসা অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। তিনি ঝুমা বৌদির নামেও পরিচিত । তাঁর ফ্যাশন সেন্স, ভ্রমণ ও স্টাইল স্টেটমেন্ট সবসময়ই নজর কাড়ে অনুরাগীদের।