অভিনেত্রী মোনালিসা (Monalisa) বা ঝুমা বউদি (Jhuma boudi)  আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। একেবারে  হট ও সেক্সি লুকে  নতুন ছবি পোস্ট করেছেন। হলুদ-সাদা টাই-ডাই কো-অর্ড সেটে ধরা দিয়েছেন। যা তাঁর গ্ল্যামারাস যেমন ফুটে উঠেছে তেমনই  টাইট ফিগার সকলের নজর কেড়েছে। ভক্তরা  চোখ সরাতে পারছে না।  স্লিভলেস ক্রপ টপ আর বাটন ডিজাইন ও টাইড মিনিস্কার্টে তাঁকে দেখে একেবারেই বোল্ড ও কনফিডেন্ট লেগেছে। কখনও দরজার ফ্রেমে দাঁড়ানো স্টাইলিশ পোজে, কখনও কাঁচের জানালার পাশে, আবার কখনও রোমান্টিক ব্যাকড্রপে প্রাকৃতিক পরিবেশে ফটোশুট করেছেন। তাঁর খোলা চুল, মিনিমাল মেকআপ আর হাই হিল স্যান্ডেল তাঁর লুককে আরও পরিপূর্ণ করেছে।  ফ্যানেরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, কেউ লিখছেন "সানশাইন ইন ইয়েলো", কেউ বলছেন "ফায়ার লুক!" তিনি একজন ট্রেন্ডসেটার।

জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা, যিনি তার সাহসী লুক ও অভিনয়ের জন্য পরিচিত, সম্প্রতি আবারও নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। ইনস্টাগ্রামে তার নতুন ছবি ও ভিডিও শেয়ার করার পর থেকেই ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।মোনালিসার সোশ্যাল মিডিয়া উপস্থিতি বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু। তার গ্ল্যামারাস স্টাইল, কনফিডেন্স ও অনবদ্য ফ্যাশন সেন্স তাকে অন্যান্য অভিনেত্রীদের থেকে আলাদা করে তুলেছে।তার আবেদনময়ী লুক ও স্টাইল স্টেটমেন্ট দেখে ভক্তরা মুগ্ধ।

মোনালিসার জন্মগত নাম অন্তরা বিশ্বাস, তবে অভিনয় জগতে প্রবেশ করার আগে নিজের নাম পরিবর্তন করে অন্তরা থেকে রাখেন মোনালিসা। বর্তমান যুগে মোনালিসার সঙ্গে ঝুমা বৌদি নামেই পরিচিত।