সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল আভা পলের সেক্সি বিকিনি লুকের ছবি। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কালো সেক্সি বিকিনি পরে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী আভা৷ এই পোস্টে একটি কালো বিকিনি পরে ফটোশুট করতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী আভার সেক্সি বিকিনি পরা এই ছবি পোস্ট করতেই ঝড় উঠেছে মন্তব্যের। পোস্টের কমেন্ট বক্সে অনেকেই আভার বিকিনি লুকের প্রশংসা করেছে আবার এই ধরনের বিকিনি লুকের ছবি পোস্ট করার জন্য খারাপ মন্তব্য করেছে অনেকই।
ট্রিপল এক্স এবং গন্দি বাতের মতো ওয়েব সিরিজের জন্য জনপ্রিয় অভিনেত্রী আভা পল। ওয়েব সিরিজের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় আভা। ২০১৩ সালে কামসূত্র থ্রিডি ছবিতে প্রথমবার দেখতে পাওয়া যায় অভিনেত্রীকে। এছাড়া গন্দি বাত এবং ট্রিপল এক্সের মতো ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা যায় তাকে। এই সব সিরিজে বোল্ড চরিত্রে অভিনয় করার জন্য জনপ্রিয়তা অর্জন করে আভা। সম্প্রতি কালো সেক্সি বিকিনি লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ভাইরাল হয়ে গিয়েছে।
অভিনেত্রী আভা পল তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন ফ্যাশন সম্পর্কিত ছবি, রিল বা ভিডিও এবং যেকোনও পোস্ট হয় ভক্তদের খুব পছন্দের। আভা পলের পোস্ট করা ছবি, রিল ও ভিডিও দেখে চোখ সরাতে পারে না আভার ভক্তরা। সম্প্রতি ফের বিকিনি পরে বোল্ড লুকের ছবি পোস্ট করেছেন আভা, যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন আভার ভক্তরা। এই বোল্ডনেসের জন্য সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে থাকেন অভিনেত্রী আভা পল।