সৌন্দর্য এবং সাহসিকতার জন্য সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় অভিনেত্রী আভা পল। আধুনিক সাজ হোক বা ভারতীয় সাজ, সব ধরনের সাজেই অসাধারণ দেখতে লাগে তাকে। এই অসাধারণ লুকের ছবি এবং ভিডিও প্রায় প্রতিদিনই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন আভা পল। অভিনেত্রীর হট ও সেক্সি লুকের ছবি এবং ভিডিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ভক্তরা। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি রিল শেয়ার করেছেন আভা পল।
সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আধুনিক পোশাক থেকে ভারতীয় পোশাক পরিবর্তন করার একটি রিল শেয়ার করেছেন আভা পল। এই নতুন রিলে দেখতে পাওয়া যাচ্ছে, প্রথমে কালো ড্রেস পরেছেন আভা পল। এরপর আচমকা ড্রেস পরিবর্তন হয়ে যায় শাড়িতে। শাড়ির সঙ্গে গোলাপী ব্যাকলেস সেক্সি ব্ল্যাউজ পরেছেন তিনি। হালকা মেকআপ এবং খোলা চুলে অসাধারণ দেখতে লাগছে আভাকে। এই সেক্সি রিলের কমেন্ট বক্স ভরে গিয়েছে ভক্তদের প্রশংসায়।