এই তীব্র গরমে ভক্তদের মধ্যে আরও তাপমাত্রার পারদ চড়াচ্ছেন অভিনেত্রী আভা পল (Aabha Paul)। নতুন রিল ভিডিও হইচই ফেলে দিয়েছে। একেবারে সেক্সি এবং হট লুক। আগুন ঝরছে শরীরজুড়ে। সাহসী পোশাকে সেক্সি লুকে হাজির আভা।
কালারফুল প্রিন্টেড ব্রালেট, সোনালি ও নীল রঙের মিশ্রণে জমকালো ছাপা। স্টাইলিশ ডিজাইন। তার ওপরে একটি হালকা স্যাটিনের সবুজ কোট টাইপ শার্ট। ব্রালেট থেকে অনেকটাই বেরিয়ে এসেছে স্তন। মোহময়ী এক্সপ্রেশন। বোল্ড অ্যান্ড বিউটিফুল।
এই ভিডিওতে আরো একটি পোশাক পড়েছেন তিনি। নীল-সাদা চেক প্রিন্টেড হ্যাল্টার ব্লাউজ। সঙ্গে কালো ও সোনালি বর্ডারওয়ালা শাড়ি । সেখানেও উন্মুক্ত শরীর। মাথায় মাঙ্গ টিকা ও বড় কানের দুল। দেখা যাচ্ছে ট্যাটু। ভিডিও পোস্ট হতে বহু করে ভিউ বাড়ছে। তোলপাড় চলছে ভক্ত কুলের মনে। আভা পলের আগুন ঝরানো লোক দেখে পাগল সকলে।
অভিনেত্রী আভা পল সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা ভিডিও পোস্ট করলেই খুব সহজেই তা ভাইরাল হয়ে যায়, তার প্রতিটি পোস্ট খুব পছন্দ করে তার ভক্তরা। সেক্সি পোজে ফটোশুট করতে দেখা যায় তাকে। এই ছবি পোস্ট করতেই ঝড় উঠেছে মন্তব্যের, পোস্টের কমেন্ট বক্সে অনেকেই প্রশংসা করেছে সেক্সি পোজের।