
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আভা পাল (Aabha Paul) আবার ইনস্টাগ্রামে সেক্সি অবতারে হাজির। বোল্ড আর হট ফিগারে আলোড়ন তুলেছেন। সম্প্রতি প্রকাশিত তাঁর নতুন রিলে তাঁকে দেখা গেল একেবারে গ্ল্যামারাস অবতারে। শরীর দুলিয়ে 'ভুলভুলাইয়া' গানে আভার নাচ ইতিমধ্যেই ভাইরাল। সোনালি শাড়ি পিঙ্ক ব্লাউজ। নেচে ঝড় তুললেন নেটপাড়ায়। নাচে রয়েছে যৌন সুড়সুড়ি। অন্তর্বাস থেকে বেরিয়ে আসছে ভারি স্তনযুগল। যা দেখে শরীর গরম হচ্ছে ভক্তদের। চোখ সরছে না নায়িকার থেকে।
ট্রিপল এক্স এবং গন্দি বাতের মতো ওয়েব সিরিজ থেকে জনপ্রিয়তা অর্জন করে অভিনেত্রী আভা পল। ওয়েব সিরিজের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় হওয়ায় অ্যাক্টিভ থাকতেও দেখা যায় আভাকে। ২০১৩ সালে কামসূত্র থ্রিডি ছবিতে প্রথমবার দেখতে পাওয়া গিয়েছিল অভিনেত্রী আভাকে। এছাড়া গন্দি বাত এবং ট্রিপল এক্সের মতো ওয়েব সিরিজেও বোল্ড চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে। সাধারণত বোল্ড লুকের জন্য জনপ্রিয়তা অর্জন করেছে আভা। তাই সোশ্যাল মিডিয়াতেও বেশিরভাগ সময় বোল্ড লুকেই দেখতে পাওয়া যায় আভাকে। অভিনেত্রী আভা পল তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। সাধারণত পোস্ট করেন ফ্যাশন সম্পর্কিত ছবি, রিল বা ভিডিও এবং তার যেকোনও পোস্ট খুব পছন্দ করে তার ভক্তরা।