অভিনেত্রী আভা পল আবারও একবার নিজের বোল্ড লুকে ধরা দিলেন। সোশ্যাল মিডিয়ায় নিজের হট এবং সেক্সি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। নানা রঙের লেইস আর এনিমাল প্রিন্ট মিশ্রিত পোশাকে তার কনফিডেন্ট ভঙ্গিতে ক্যামেরার সামনে হাজির। ছবিতে তার ক্লিভেজ স্পষ্ট।
আভা পল এমন একজন অভিনেত্রী যিনি বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করে দর্শকদের মন জয় করেছেন। টেলিভিশন, ওয়েব সিরিজ কিংবা রিজিওনাল সিনেমা—সব মাধ্যমেই তার দাপট লক্ষ্য করা যায়। কখনও গ্রাম্য মেয়ে, কখনও মডার্ন সাহসী চরিত্র—সব ধরনের চরিত্রে সাবলীল অভিনয় করে থাকেন তিনি।
তবে শুধু অভিনয় নয়, সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে সক্রিয় আভা। নিজের ফ্যাশন, ফটোশুট এবং ব্যক্তিগত জীবনের ঝলক ভাগ করে নেন নিয়মিত। সম্প্রতি পোস্ট করা এই ছবিগুলিতে তার স্টাইল স্টেটমেন্ট এবং আত্মবিশ্বাস যেন নজর কাড়ার মতো।
নেটিজেনদের একাংশ তার সাহসী লুকের প্রশংসা করেছেন। নিত্যনতুন এক্সপেরিমেন্টাল লুক ও মনোমুগ্ধকর ফটোশুটের মাধ্যমে আভা আবারও প্রমাণ করলেন যে, তিনি অভিনয় ও ফ্যাশান জগতে সেরা।