
আভা পল (Aabha Paul) আবারও তাঁর হট এবং বোল্ড লুকে ঝড় তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নতুন ভিডিওতে তাঁকে দেখা যাচ্ছে একটি কালো কাট-আউট স্টাইল টপ এবং সাদা ট্র্যাক প্যান্টে। নয়া ড্রেসে স্পষ্ট সুডৌল বক্ষ । তাঁর ক্যাজুয়াল অথচ আবেদনময়ী স্টাইল নজর কেড়েছে নেটিজেনদের। এই পোষাকে তাকে হট ও সেক্সি লাগছে। আভা তাঁর বডি ল্যাঙ্গুয়েজ এবং এক্সপ্রেশনের মাধ্যমে নিজের টপের স্টাইলিশ কাট এবং তাঁর ট্যাটু স্পষ্ট হয়ে উঠেছে, যা এই লুককে আরও বোল্ড করে তুলেছে। কমেন্ট বক্সে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। আভা পলের এই সাহসী ফ্যাশন সেন্স এবং আত্মবিশ্বাস সবসময়ই তাঁকে আলাদা করে তোলে। বোল্ড হট ও সেক্সি লুকের জন্য জনপ্রিয় আভা পল (Aabha paul)। সোশ্যাল মিডিয়াতেও হট ও সেক্সি লুকের জন্যই খুব জনপ্রিয় আভা। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে দেখা যায় আভাকে। নিয়মিত নতুন নতুন লুকের ছবি এবং ভিডিও শেয়ার করেন তিনি।
অভিনেত্রী আভা পল সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা ভিডিও পোস্ট করলেই খুব সহজেই তা ভাইরাল হয়ে যায়, তার প্রতিটি পোস্ট খুব পছন্দ করে তার ভক্তরা। সেক্সি পোজে ফটোশুট করতে দেখা যায় তাকে।