Eid al-Adha 2024 Mubarak Bengali Wishes: রাত পেরোলেই বকরি-ঈদ, আজ রাত থেকেই শেয়ার করুন বাংলায় শুভেচ্ছা বার্তা এবং শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে

ইসলাম ধর্মের সমস্ত উত্‍সব পালিত হয় সাধারণত লুনার বা চান্দ্র ক্যালেন্ডারের উপর উপর নির্ভর করে। সৌর ক্যালেন্ডারের থেকে চান্দ্র ক্যালেন্ডার ১১ দিন ছোট। এজন্যে প্রতি বছর ঈদের দিন এক হয় না।

ইসলাম ধর্মাবলম্বীদের বছরব্যাপী নানা উৎসবের মধ্যে, একটি গুরুত্বপূর্ণ উৎসব হল ঈদ-অল-আদাহ (Eid-Al- Adha)। প্রতি বছর সারা দেশ জুড়ে পালিত হয়  এই ঈদ যা, কোরবানির ঈদবা বকরি ঈদ নামেও পরিচিত। এই উৎসব মূলত ত্যাগের প্রতীক।

ইসলাম ধর্মের সমস্ত উত্‍সব পালিত হয় সাধারণত লুনার বা চান্দ্র ক্যালেন্ডারের উপর উপর নির্ভর করে। সৌর ক্যালেন্ডারের থেকে চান্দ্র ক্যালেন্ডার ১১ দিন ছোট। এজন্যে প্রতি বছর ঈদের দিন এক হয় না। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, ১২তম ও শেষ মাস অর্থাৎ ধু অল-হিজ্জা মাসের দশম দিনেই পালিত হয় ঈদ-অল আদাহ।

Eid al-Adha 2024 Mubarak Bengali Wishes
Eid al-Adha 2024 Mubarak Bengali Wishes
Eid al-Adha 2024 Mubarak Bengali Wishes
Eid al-Adha 2024 Mubarak Bengali Wishes
Eid al-Adha 2024 Mubarak Bengali Wishes
Eid al-Adha 2024 Mubarak Bengali Wishes