Chand Raat Mubarak: চাঁদ নজর আয়া! আপনার জন্য রইল চাঁদ রাতের একগুচ্ছ শুভেচ্ছা বার্তা
১১ এপ্রিল ভারতে খুশির ইদ পালন হবে...
ইদের চাঁদ দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন মানুষ। আজ সন্ধ্যায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহিসহ মধ্যপ্রাচ্য ও পশ্চিমের অন্যান্য কয়েকটি দেশে চাঁদ দেখা গিয়েছে৷ ফলে আগামীকাল দেশগুলিতে ইদ-উল-ফিতর পালিত হবে ৷ সেইমতো আগামীকাল ভারতে ইদের চাঁদ দেখা এবং ১১ এপ্রিল খুশির ইদ পালন হবে। আপনার জন্য রইল চাঁদ রাতের একগুচ্ছ শুভেচ্ছা বার্তা।
দেখুন