Bhai Phonta Wishes 2022: ভাইফোঁটার সকালে ভাইবোনদের পাঠিয়ে দিন এই বাংলা WhatsApp Stickers, HD Images, Messages, SMS, Status, Facebook Quotes গুলি
ভারতের এক একটি জায়গায় একেক নামে পরিচিত এই ভাইফোঁটা । কোথাও ভাইবিজ বলা হয় আবার কোথাও পরিচিত ভাইদুজ নামেও।
কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে (কালীপুজোর দুই দিন পরে) অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। এই বছর ২৭ অক্টোবর ভাইফোঁটার তিথি পড়েছে। ভারতের এক একটি জায়গায় একেক নামে পরিচিত এই ভাইফোঁটা (Bhai phonta)। কোথাও ভাইবিজ বলা হয় আবার কোথাও পরিচিত ভাইদুজ (Bhai dooj) নামেও। পশ্চিম ভারতে বলা হয় ভাইদুজ আবার, মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে ভাইফোঁটাকে বলা হয় ভাইবিজ (Bhaibeej)। নেপালে ও পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে ভাইটিকাও বলা হয়।
লেটেস্টলি বাংলা (LatestLY Bangla) ভাইফোঁটার আগেই আপনাদের জন্য সাজিয়ে দিচ্ছে শুভেচ্ছা পত্র। আপনার ভাইবোনদের পাঠিয়ে দিন সেইসব বাংলা WhatsApp Stickers, HD Images, Messages, SMS, Status, Facebook Quotesগুলি। আর ভাগ করে নিন আপনার মনের কোনে জমে থাকা অনুভূতি।