দৈনিক রাশিফল। (File Image)

২৭ ডিসেম্বর ২০১৯: আজ শুক্রবার নতুন কী ঘটতে চলেছে? কোনও সুখবর থাকছে কি? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? আজকের দিনে কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

মেষ- আজ আপনি একাকিত্ব অনুভব করতে পারেন। সময় কাটাতে হতে পারে স্মৃতিচারণার মাধ্যমে। প্রকাশ্যে আসতে পারে স্নেহশীল মনোভাব৷ এই আচরণ মুগ্ধ করতে পারে বিপরীতের মানুষটিকে। একটু সাবধানে খরচ করতে হবে৷ প্রেমজীবন মোটামুটি ভালোই কাটবে। শুভ সংখ্যা- ৯, শুভ রং-সাদা

বৃষ-ভাগ্য আজ আপনার সঙ্গে নাও থাকতে পারে৷ তাই ভাগ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়লে ফলাফল খারাপ হতে পারে। ভুল সিদ্ধান্ত আপনাকে বিভ্রান্ত করতে পারে। এগিয়ে যান, সাফল্য আসবে। প্রেমে বিশ্বাসঘাতকতা। শুভ সংখ্যা-১, শুভ রং-ধূসর

মিথুন- শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে। পরিবার পরিজনদের সঙ্গে সম্পর্ক মজবুত হতে পারে। অর্থকষ্ট হতে পারে। প্রেমে সাফল্য। শুভ সংখ্যা-৩, শুভ রং-লাল

কর্কট- মেজাজ খারাপ থাকতে পারে। জটিল পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখুন। নজর রাখতে হতে পারে স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাসের উপর। শিক্ষার্থীদের জন্য দিনটা জটিল হতে পারে। প্রেমে কোনও বাধা নেই। শুভ সংখ্যা-৬, শুভ রং-কমলা

সিংহ- আজ আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। অহংকারি হবেন না, মেপে চলুন। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক মসৃণ করতে হলে অহংকারকে দূরে সরিয়ে রাখতে হবে৷ নতুন করে প্রেমে পড়তে পারেন। আজ আপনার দিনটি আরামে কাটবে। শুভ সংখ্যা-৭, শুভ রং-সবুজ

কন্যা- আজ শিক্ষার্থীরা ভালো কাজের জন্য পুরস্কৃত হতে পারেন। গুরুত্ব দিন নিজের চিন্তাশক্তিকে। শান্ত ও ধীরস্থির থাকতে হবে। প্রেমের সম্পর্ক মধুর। শুভ সংখ্যা-৩, শুভ রং-গোলাপি

তুলা- ফেলে রাখা কাজ আজ সম্পন্ন হয়ে যাবে। পরিবারের সকলের ওপর নজর দিন। প্রকাশ্যে আসতে পারে ব্যক্তিত্বের অন্য দিকগুলি৷ নিজেকে সময় দিন। শুভ সংখ্যা-৯, শুভ রং-কালচে লাল

বৃশ্চিক- মেজাজ ঠিক নাও থাকতে পারে। বিদ্যার্থীদের পড়াশোনায় মন দেওয়া প্রয়োজন। প্রেম নিয়ে চিন্তাভাবনা দূরে রাখুন। শুভ সংখ্যা-৮, শুভ রং-কালো

ধনু- সম্পর্কের টানাপোড়েন৷ দীর্ঘ সময় থেকে পড়ে থাকা কোনও কাজ শেষ করতে পারবেন। যুক্তির দ্বারা মিটিয়ে দিতে সক্ষম হবেন কোনও বিতর্ক। মন শক্ত রাখুন। প্রেমে বিশেষ কোনো পরিবর্তন নেই। শুভ সংখ্যা-৫, শুভ রং-হালকা হলুদ

মকর- কয়েকদিন ধরে চলা অশান্তির অবসান। কদর বাড়তে পারে অধ্যবসায় ও ধৈর্যের মতো গুণের কারণে৷ রাগ এবং উদ্বেগ দূরে সরিয়ে রেখে পরিকল্পনামাফিক কাজ করে যেতে হবে। অহেতুক চিন্তা করবেন না। শুভ সংখ্যা-৬, শুভ রং-গাঢ় নীল

কুম্ভ- কোনও জটিল সমস্যার সমাধান করতে বুদ্ধি প্রয়োগ করুন। বসের সঙ্গে মন কষাকষি। দায়িত্ব নিতে হতে পারে অন্যের ভুলের৷ নিজের বুদ্ধি মত কাজ করুন। প্রেমে সাফল্য। শুভ সংখ্যা-৩, শুভ রং-নীল

মীন- আপনার আত্মবিশ্বাসের অভাবে দেখা দিতে পারে বিভ্রান্তি৷ যার প্রভাব সিদ্ধান্ত গ্রহণের উপরেও পড়তে পারে। এই কারণে সহজ সমাধান খুঁজতেও আসতে পারে সমস্যা। যেকোনও বিতর্কে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন। জায়গা বুঝে মুখ খুলবেন। শুভ সংখ্যা-৫, শুভ রং-মেরুন