সবে সবে মান্ডির সাংসদ নির্বাচিত হয়েছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। অন্যদিকে চিরাগ পাসওয়ানও (Chirag Paswan) সাংসদে গিয়েছেন। কঙ্গনা এবং চিরাগ বুধবার যখন সংসদে প্রবেশ করেন, সেই সময় তাঁদের ২ জনকে গল্প করতে দেখা যায়। এমনকী চিরাগ এবং কঙ্গনা গল্প করে তারপর সংসদে প্রবেশ করেন। যা দেখে নেটিজেনদের একাংশের মন্তব্য উঠে আসতে শুরু করে। কঙ্গনা রানাওয়াত এবং চিরাগ পাসওয়ান সম্পর্কে জড়িয়েছেন বলে মন্তব্য করেন অনেকে। আবার কেউ কেউ বলতে শুরু করেন, কঙ্গনা রানাউত এবং চিরাগ পাসওয়ানকে দেখলে মনে হচ্ছে,তাঁরা ফিল্মের শ্যুটিং করতে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে সংসদের প্রবেশ দ্বারে চিরাগ পাসওয়ান এবং কঙ্গনা রানাউতের গল্পের ভিডিয়ো ভাইরাল হয়ে যায়।
দেখুন সেই ভিডিয়ো...
#WATCH | Union Minister Chirag Paswan and BJP MP Kangana Ranaut arrive at the Parliament. pic.twitter.com/ZZZk61z7d0
— ANI (@ANI) June 26, 2024