Representational Image (Photo Credits: Pixabay)

দিল্লি, ৫ ডিসেম্বর: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদ (Moradabad) এবার এক অদ্ভুদ ঘটনার সাক্ষী। যেখানে মোরাদাবাদের একটি হাউসিং সোসাইটির লোকজন প্রতিবাদ শুরু করলেন। একটি মুসলিম (Muslim) চিকিৎসকের কাছে বাড়ি বিক্রি করায়, চিকিৎসক অশোক বাজাজের বিরুদ্ধে স্লোগানবাজি শুরু করেন স্থানীয়রা। 'মকান ওয়াপাস লো', স্লোগান দিতে শুরু করেন স্থানীয়রা। মোরাদাবাদের ওই এলাকা হিন্দু অধ্যুষিত। ফলে ওই এলাকায় অন্য কোনও সম্প্রদায়ের মানুষ হাজির হলে, সামাজিক অবস্থানের পরিবর্তন হতে পারে। এই দাবিতে 'মকান ওয়াপাস লো' স্লোগান দেওয়া শুরু করেন স্থানীয়দের একাংশ।

মুসলিম চিকিৎসকের বিরুদ্ধে স্লোগানবাজি শুরু করেন স্থানীয়দের একাংশ...

 

জানা যায়, চিকিৎসক অশোক বাজাজ নিজের বাড়ি বিক্রি করেন চিকিৎসক ইকরা চৌধুরীকে। ইকরা চৌধুরী মুসলিম সম্প্রদায়ের হওয়ায়, ওই বাড়ি বিক্রির বিরোধিতা শুরু করেন স্থানীয়রা। যদিও বিক্রেতা বা ক্রেতার তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

স্থানীয়দের দাবি, ওই হাউসিং সোসাইটিতে হিন্দুরা বসবাস করেন। প্রায় ৪০০ পরিবারের সবাস সেখানে। ফলে হিন্দু ছাড়া অন্য কোনও সম্প্রদায়ের মানুষকে সেখানে বসবাস করতে দেওয়ার বিরোধী বাসিন্দারা। শুধু তাই নয়, ইকরা চৌধুরী যে বাড়িটি কিনেছেন, তার পাশেই একটি মন্দির রয়েছে। ফলে কোনওভাবেই ওই বাড়ি ইকরা চৌধুরীর কাছে অশোক বাজাজ বিক্রি করতে পারবেন না বলে দাবি জানানো হয়।