নয়াদিলিঃ দু'টি ভিন্ন ঘটনা। কিন্তু স্থান উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। লড়া এক, তা হল প্রিয়জনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার সংগ্রাম। এবার কুমিরের (Croodile)মুখ থেকে প্রিয়জনদের ফিরিয়ে আনলেন দুই মহিলা। ঘটনাটি দু'টি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচের ঢাকিয়া ও মতিপুর এলাকার মাধবপুর গ্রামে।
জানা গিয়েছে, গত রবিবার ঘাঘরা গ্রামে একটি নদী সংযোগকারী নালার পাশে খেলছিল একটি পাঁচবছরের শিশু। ওই নালা দিয়ে সেই সময় যাচ্ছিল সাত ফুটের একটি কুমির। সেটিকে দেখতে মুখ নালার কাছে নিয়ে যায় শিশুটি। এই সময়ই শিশুটিকে টেনে নেউ কুমিরটি। শিশুকে বাঁচাতে নালার জলে ঝাঁপ দেন মা। কুমিরের সঙ্গে লড়াই করে কুমিরের মুখ থেকে ছিনিয়ে অনেন কোলের শিশুকে। অন্যদিকে স্ত্রী ও সন্তানের সঙ্গে মাধবপুরের রামতালিয়া ক্যানাল পার হচ্ছিলেন ৪৫ বছরের এক ব্যক্তি। হঠাৎ ওই ব্যক্তির পা কামড়ে ধরে একটি কুমির। স্বামীকে বাঁচাতে কুমিরের সঙ্গে লড়াই করেন স্ত্রী। ততক্ষণে শব্দ শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করেন তাঁরা। শেষমেশ পালিয়ে যায় কুমিরটিকে।
স্ত্রী ও সন্তানদের বাঁচাতে কুমিরের সঙ্গে লড়াই, শেষমেশ...
चिमुकल्यावर मगरीचा हल्ला; जबड्यात पकडून पाण्यात नेणार इतक्यात.. ; वाचा आईने कसा वाचवला ‘त्या’ लेकराचा जीवhttps://t.co/raelkTEIgU
— LoksattaLive (@LoksattaLive) August 21, 2025