Unified Pension Scheme: নয়া পেনশন প্রকল্প চালু কেন্দ্রীয় সরকারের, জানুন কী থাকছে ইউনিফায়েড পেনশন স্কিমে

নয়া পেনশন প্রকল্প চালু করল কেন্দ্রীয় সরকার। ইউনিফায়েড পেনশন স্কিম-এর অনুমোদন করল কেন্দ্রীয় ক্যাবিনেট। এই UPS-এর ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন, "এই প্রকল্পের প্রথম ভিত্তিতে ৫০ শতাংশ নিশ্চিত পেনশন নিশ্চিত থাকছে। আর দ্বিতীয় ভিত্তিতে নিশ্চিত হচ্ছে পরিবারের পেনশনের।"

Ashwini Vaishnaw. (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৪ অগাস্ট: Unified Pension Scheme: নয়া পেনশন প্রকল্প চালু করল কেন্দ্রীয় সরকার। ইউনিফায়েড পেনশন স্কিম-এর অনুমোদন করল কেন্দ্রীয় ক্যাবিনেট। এই UPS-এর ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানালেন, "এই প্রকল্পের প্রথম ভিত্তিতে ৫০ শতাংশ নিশ্চিত পেনশন নিশ্চিত থাকছে। আর দ্বিতীয় ভিত্তিতে নিশ্চিত হচ্ছে পরিবারের পেনশনের।"

দেশের প্রায় ২৩ লক্ষ কর্মচারী এই ইউনিফায়েড পেনশন স্কিমের ফলে উপকৃত হবেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে কর্মচারীরা NPS (জাতীয় পেনশন প্রকল্প) ও UPS (ইউনিফায়েড পেনশন স্কিম)-এর মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে পারবেন বলে অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন।

দেখুন কী বলছেন  কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

 

ইউনিফায়েড পেনশন স্কিমে নিশ্চিতভাবে ৫০ শতাংশ পেনশন দেওয়ার বিষয়টি এই স্কিমের প্রথম ভিত্তি হতে চলেছে। আর নিশ্চিতভাবে পারিবারিক পেনশন প্রদানের বিষয়টা দ্বিতীয় ভিত্তি হতে চলেছে ‘ইউনিফায়েড পেনশন স্কিম’-র। এবার এই নয়া পেনশন প্রকল্প ঠিক কতটা উপকার করতে চলেছে তা বোঝা যাবে আগামী দিনে।