Sexual-Assault Photo Credit:Pixabay

নয়াদিল্লিঃ আদিবাসী মহিলার(Tribal Woman) উপর নির্মম অত্যাচার। মুখে ঢুকিয়ে দেওয়া হল মল। অমানবিক ঘটনাটি ঘটেছে ওড়িশার(Odisha) বোলাঙ্গী জেলার জুকাবান্ধা গ্রামে। পুলিশ(Police) সূত্রে খবর, গত ১৬ নভেম্বর এক আদিবাসী মহিলার উপর অত্যাচার চালানো হয়। ওই গ্রামেরই বাসিন্দা তিনি। চাষাবাদ করেন। তাঁর জমিতেই ট্রাক্টর চালাতেন এক ব্যক্তি। তাতে ফসলের ক্ষতি হওয়ায় প্রতিবাদ করেন ওই মহিলা। সেখান থেকেই বচসার সূত্রপাত। প্রথমে জাত তুলে গালাগালি এবং মারধর করা হয় ওই মহিলাকে। পরে জোর করে মুখে মানুষের মল ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী মহিলাকে বাঁচাতে গিয়ে নিগ্রহের শিকার হন তাঁর এক আত্মীয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। দায়ের হয় এফআইআর। থানায় অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। অন্যদিকে বিজেপি শাসিত ওড়িশায় এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিজেডি সাংসদ নিরঞ্জন বিসি। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে জুকাবান্ধা গ্রামে। একজোট হয়ে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে আদিবাসী সমাজ।

আদিবাসী মহিলাকে হেনস্থা, মুখে ঢুকিয়ে দেওয়া হল মল