Summer Special Trains: অতিরিক্ত ভিড় সামাল দিতে সামার স্পেশাল চালাবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে

Summer Special Train (Photo Credit: X@samprabhubharat)

যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (Northeast Frontier Railway) তিন জোড়া সামার স্পেশাল (Summer Special Trains)চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে দুই জোড়া বিদ্যমান স্পেশাল ট্রেনের চলাচলের সময়সীমা সম্প্রসারণ এবং এক জোড়া নতুন স্পেশাল ট্রেন চালু করা।

গত মঙ্গলবার (৩ জুন, ২০২৫)  উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বিবৃতিতে এ খবর দিয়ে ট্রেনগুলির সময়সীমা সম্প্রসারণ এবং নতুন স্পেশাল ট্রেনের সময়সূচি জানিয়েছেন। প্রেস বিবৃতি অনুযায়ী ট্রেন নম্বর ০৯৬২৩/০৯৬২৪ উদয়পুর সিটি-ফরবেসগঞ্জ-উদয়পুর সিটি গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন এখন তার পূর্ববর্তী সময়সীমার পরও চলাচল করবে। এই জোড়া ট্রেনের সময়সীমা যথাক্রমে ৩ এবং ৫ জুন থেকে ২৪ এবং ২৬ জুন পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। ট্রেন নম্বর ০৯৬২৩ প্রতি মঙ্গলবার উদয়পুর সিটি থেকে রওয়ানা দিয়ে ফরবেসগঞ্জ পৌঁছাবে, আর ট্রেন নম্বর ০৯৬২৪ প্রতি বৃহস্পতিবার ফরবেসগঞ্জ থেকে রওয়ানা দিয়ে উদয়পুর সিটি পৌঁছাবে। এই পরিষেবাগুলি অতিরিক্ত চারটি ট্রিপের জন্য চলবে এবং তাদের সময়সূচি ও স্টপেজ পূর্ববৰ্তী ঘোষণা অনুযায়ী একই থাকবে।

একইভাবে, ট্রেন নম্বর ০৯১৮৯/০৯১৯০ -মুম্বাই সেন্ট্রাল-এর সময়সীমাও সম্প্রসারণ করা হয়েছে। এই জোড়া ট্রেনের পরিষেবা এখন ৭ ও ১০ জুন থেকে ২৭ ও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। ট্রেন নম্বর ০৯১৮৯ প্রতি শনিবার মুম্বাই সেন্ট্রাল থেকে রওয়ানা দিয়ে কাটিহারে পৌঁছাবে, আর ট্রেন নম্বর ০৯১৯০ প্রতি মঙ্গলবার কাটিহার থেকে রওয়ানা দিয়ে মুম্বাই সেন্ট্রাল ফিরে আসবে। সময়সূচিতে কোনও পরিবর্তন ছাড়াই প্রত্যেক দিক থেকে মোট ১৭টি করে ট্রিপ চালানো হবে।

নতুন সামার স্পেশাল সম্পর্কে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, হাওড়া এবং নিউজলপাইগুড়ির মধ্যে আরও এক জোড়া নতুন সামার স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। ট্রেন নম্বর ০৩০২৭ প্রত্যেক বুধবার ৪ জুন থেকে ২৫ জুন পর্যন্ত হাওড়া থেকে ২৩:৫৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১০:৪৫ ঘণ্টায় নিউজলপাইগুড়ি পৌঁছাবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৩০২৮ প্রত্যেক বৃহস্পতিবার ৫ জুন থেকে ২৬ জুন পর্যন্ত নিউজলপাইগুড়ি থেকে ১২:৪৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ০০:১০ ঘণ্টায় হাওড়া পৌঁছবে। এই জোড়া ট্রেন প্রত্যেক দিক থেকে চারটি করে ট্রিপের জন্য চলাচল করবে।

এই ট্রেনগুলির রুট, স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নিতে যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement