Sonam-Raja Raghuwanshi (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৯ জুন: সোনম রঘুবংশীর (Sonam Raghuwanshi) মৃত্য়ু নিয়ে জোর তদন্ত শুরু হয়েছে। সোনম রঘুবংশী কেন স্বামী রাজা (Raja Rgahuwanshi)রঘুবংশীকে খুন করল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মেঘালয়ের যে হোম স্টে-তে সোনম এবং রাজা ছিল, সেখানকার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, স্কুটি নিয়ে বোরনোর আগে সোনমের হাতে রয়েছে মোবাইল ফোন। যে মোবাইল ফোনের মাধ্যমে সোনম কারও সঙ্গে কথা বলছে, তা স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ রাজা রঘুবংশীর খুনের আগে সোনম কি তার ভাড়া করা হিটম্যানদের মেসেজ করে নিজেদের লাইভ লোকেশন জানিয়ে দেয়, সে বিষয়ে উঠছে প্রশ্ন। নিজেদের লাইভ লোকেশন জানিয়ে দিয়েই কি দুর্বৃত্তদের জন্য রাজাকে খুনের রাস্তা সোনম পরিস্কার করে দেয়, এমন প্রশ্ন উঠেছে।

দেখুন রাজা রঘুবংশীর সঙ্গে বেরনোর আগে কাকে লাইভ লোকেশন শেয়ার করে সোনম...

 

রাজ, সোনম কোথায়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে ইন্দোরের নব বিবাহিত দম্পতির খোঁজে শুরু হয় তল্লাশি। এরপর পাহাড়ের খাঁজ থেকে উদ্ধার করা হয় রাজার দেহ। তবে সোনমের কোনও খোঁজ মিলছিল না।

আরও পড়ুন: Sonam Raghuwanshi: সদ্য বিবাহিত স্বামীকে কেন খুন করবে সোনম? প্রশ্ন তুললেন ইন্দোরের খুনি তরুণীর বাবা

সোনমকে খুঁজে বের করতে মেঘালয় (Meghalaya Couple) পুলিশ যেমন তল্লাশি শুরু করে, তেমনি মধ্যপ্রদেশ পুলিশও চালায় চেষ্টা। একযোগে দুই রাজ্যের পুলিশ যখন তল্লাশি শুরু করে, সেই সময় সোনমকে খুঁজে বের করা হয়। উত্তরপ্রদেশের গাজ়িপুরে মেলে সোন মের খোঁজ। গাজ়িপুরে সোনম আত্মসমর্পণ করে বলে দাবি মেঘালয় পুলিশের।