প্রকাশ্যে রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা (Accident)। এবার স্কুটি চালিয়ে আসার সময় এক মহিলাকে ধাক্কা দেয় যাত্রীবোঝাই বাস। বেঙ্গালুরুর (Bengaluru) উলালা উপনগর লেকের কাছে এমনই একটি দুর্ঘটনার ছবি প্রকাশ্যে আসে। যেখানে একটি যাত্রীবোঝাই বাসের অতিরিক্ত গতির বলি হন এক মহিলা। ওই মহিলা স্কুটি চালিয়ে আসার সময় তাঁকে ধাক্কা দেয় একটি বাস। সঙ্গে সঙ্গে আরও একটি ক্যাব গিয়ে ওই জখম মহিলাকে প্রায় ৪০ ফুট দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
দেখুন বেঙ্গালুরুর সেই ভয়াবহ দুর্ঘটনার ভিডিয়ো...
A 28-year-old scooter-borne woman was killed after she was knocked down by an overspeeding BMTC bus and dragged by a cab for about 40 feet near Ullala Upanagar Lake.
More details 🔗 https://t.co/PfbNgGaJyz#Bengaluru #BMTCBus pic.twitter.com/RNmMJkBjwJ
— The Times Of India (@timesofindia) October 9, 2024