সিমলা, ১০ জুলাই: এবার এক লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল সিমলা (Shimla)। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলা থেকে এবার এমন একটি ঘটনা প্রকাশ্যে এল, যা শুনলে লজ্জায় মুখ ঢাকবেন আপনিও। রিপোর্টে প্রকাশ, সিমলায় নাতির হাতে ধর্ষিত ঠাকুমা। শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলেও, এই ঘটনা একেবারে সত্যি।
জানা যায়, সিমলার বাসিন্দা ৬৫ বছরের এক প্রৌঢ়া স্বামীর মৃত্যুর পর থেকে একাই থাকতেন একটি বাড়িতে। বৃদ্ধ ঠাকুমার দেখভাল করতে সেখানে হাজির হয় তাঁর ২৫ বছরের নাতি (Grandson) । সবকিছু ভালই চলছিল। হঠাৎ একদিন ৬৫ বছরের ঠাকুমার (Grandmother) সঙ্গে জোর জবরদস্তি শুরু করে ওই যুবক। শুধু তাই নয়, জোর জবরদস্তি এমন পর্যায়ে পৌঁছে যায়, ওই যুবক নিজের ঠাকুমাকেই ধর্ষণ (Rape) করে।
সেই সঙ্গে ৬৫ বছরের প্রৌঢ়া যদি কাউকে সেই ঘটনার কথা জানান, তাহলে তাঁকে চরম শাস্তি পেতে হবে বলে হুমকি দেয় নাতি। এমনকী, এই জঘন্য কাণ্ড যদি কেউ জানতে পারে, তাহলে ঠাকুমাকে মেরে ফেলবে বলেও হুমকি দেয় বছর ২৫-এর ওই যুবক।
যে ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই ছড়িয়েছে চাঞ্চল্য। ঠাকুমার সঙ্গে নাতি কীভাবে ওই ধরনের নক্ক্যারজনক ব্যবহার করতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যে পরিবারে ওই ঘটনা ঘটে, সেখানকার সদস্যদের তরফে এ বিষয়ে কোনওভাবে মুখ খোলা হয়নি এখনও পর্যন্ত।