Couple Sex (Photo Credit: Pixabay)

রাজকোট, ৬ অক্টোবর: এবার সেক্স স্ক্যামের (Sex Enhancement Pills Scam) খবর প্রকাশ্যে এল। যৌন জীবনে স্ফূর্তি আনতে ওই ওষুধ খেতে হবে। এমন দাবি করে প্রায় ৪ হাজার মানুষকে ঠকানো হয়েছে। যেসেক্স ওষুধের মাধ্যমে যৌন স্ফূর্তি বাড়বে বলে দাবি করা হয়, তাতে তো কোনও কাজই হয়নি, উলটে পয়সা নিয়ে লোক ঠকানো হয়েছে দিনের পর দিন ধরে। গুজরাটের রাজকোটে এমনই জাল, জালিয়াত ধরা পড়ল। যার কীর্তি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেক্সে গতি আনার নাম করে প্রায় ৪ হাজার মানুষকে ভুয়ো ওষুধ দিয়ে, তাঁদের পয়সা হড়প করে এই ব্যক্তি। 

কীভাবে রাজকোটে এই সেক্স পিলস স্ক্যাম চলত 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দর্শক মাকাডিয়া নামে বছর ২৭-এর এক যুবক এই স্ক্যামের জাল পেতে বসে। দর্শক মাকাডিয়া নামের ওই যুবক আরও ৫ জনকে নিযুক্ত করে টেলিকলার হিসেবে।

এই টেলি কলারদের প্রশিক্ষণ দিয়ে ফোন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সর্বত্র ফাঁদ পেতে বসানো হত। সেক্স স্ট্যামিনা ট্যাবলেট নাম  করে ওই টেলিকলাররা ওষুধ বিক্রি করত একাধিক মানুষের কাছে। ১২০ টাকা করে যে ওষুধের পাতার দাম, তা বিক্রি করা হয় ১২০০ টাকা করে।

কল সেন্টার নাম দিয়ে দশক মাকাডিয়া নামের ওই যুবক সেক্স স্ট্যামিনা পিলসের নাম করে লোক ঠকাত বলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের খবরে উঠে আসে। গত ২ মাসে দর্শক মাকাডিয়া এবং তার দলবল ৪ হাজার লোককে ঠকিয়েছে বলে পুলিশের কাছে রিপোর্ট আসে। তারপরই পুলিশ গ্রেফতারি শুরু করে।