![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/12/Sajjan-Jindal-380x214.jpg)
গত বছর মুম্বইয়ের বিকেসি-তে সংস্থার সদর দফতরের পেন্ট হাউসে এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জিন্দাল গোষ্ঠীর কর্ণাধার সজ্জন জিন্দালের (Sajjan Jindal) বিরুদ্ধে। গত বুধবার মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স থানায় ধর্ষণের এফআইআর দায়ের হয়েছে সজ্জন জিন্দালের বিরুদ্ধে। আদালতের নির্দেশেই দেশের বিশিষ্ট এই শিল্পপতির বিরুদ্ধে ধর্ষণের এফআইআর দায়ের হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ। এই ইস্যুতে বিবৃতি দেওয়া হল সজ্জন জিন্দলের পক্ষ থেকে।
বিবৃতিতে ধর্ষণের অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তবে তদন্তে তিনি পুরোপুরি সাহায্য করবেন বলে সজ্জন জিন্দালের পক্ষ থেকে জানানো হয়েছে।
দেখুন সজ্জন জিন্দালের বিবৃতি
Sajjan Jindal issues statement in his personal capacity.
‘Deny these false and baseless allegations, committed to providing full
cooperation throughout the investigation. As the investigation is ongoing, will refrain from commenting further at this stage’
Alert: Mumbai Police… pic.twitter.com/5aPG7Cj8BH
— CNBC-TV18 (@CNBCTV18Live) December 17, 2023
যেহেতু এখন এই বিষয়ে তদন্ত চলছে, তাই এই বিষয়ে আর কিছু বলা যাবে না বলে জানানো হয়েছে। এই বিষয়ে পরিবারের প্রাইভেসিকে সম্মান করতে অনুরোধ জানানো হয়েছে।