Saayoni Ghosh: 'বিজেপি বলে গরু আমাদের মা অথচ মাকে রক্ষা করতে এরা পারে না', গোরক্ষা নিয়ে কড়া সায়নী

সায়নী বলেন, বিজেপি সব সময় 'গোমাতার' কথা বলে অথচ এই পশুকে রক্ষার কোনও সঠিক ব্যবস্থা তারা করতে পারে না। নিজের বক্তব্য প্রতিষ্ঠিত করতে সায়নী মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, জয়পুরের ছবি তুলে ধরেন।

Saayoni Ghosh (Photo Credit: Twitter)

দিল্লি, ৬ অগাস্ট: এবার সংসদে একেবারে অন্যরূপে দেখা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ (TMC MP) সায়নী ঘোষ (Saayoni Ghosh)। যাদবপুরের সাংসদ এবার গো-সুরক্ষা নিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলিকে কড়া কথা শোনান। সায়নী বলেন, বিজেপি (BJP) সব সময় 'গোমাতার' কথা বলে অথচ এই পশুকে রক্ষার কোনও সঠিক ব্যবস্থা তারা করতে পারে না। নিজের বক্তব্য প্রতিষ্ঠিত করতে সায়নী মধ্যপ্রদেশ (Madhya Pradesh), ছত্তিশগড়, গুজরাট (Gujarat), জয়পুরের (Jaipur) ছবি তুলে ধরেন। গোমাতাকে (Cow) রক্ষার কথা বলেও বিজেপি-শাসিত রাজ্যগুলি তাদের কোনওভাবে রক্ষা করতে পারে না বলে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

শুনুন কী বললেন সায়নী ঘোষ...

 

সায়নীর পরিসংখ্যান অনুযায়ী কোথাও গরুর মৃত্যু হচ্ছে না খেতে পেয়ে আবার কোথও তাদের দুর্বলতা মৃত্যু ডেকে আনছে। কোথাও লাম্পি স্কিন ডিজিসে মৃত্যু হচ্ছে একের পর এক গৃহপালিত পশুর। ফলে গরুকে রক্ষার কোনও ইচ্ছা বা স্পৃহা বিজেপি-শাসিত রাজ্যগুলির মধ্যে দেখা যাচ্ছে না বলে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস সাংসদ।