Ragging: হাতেপায়ে নির্যাতনের দাগ,বোর্ডিং স্কুলে র‍্যাগিং-এর শিকার অষ্টম শ্রেণির ১৫ জন পড়ুয়া

মঙ্গলবার বর্দুমসার জওহর নবোদয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্ররা যখন স্কুলের পরে দুপুরের খাবার খাচ্ছিল তখন একাদশ শ্রেণির কিছু ছাত্র মিলে তাদের র‍্যাগিং করে। শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতন করা হয়, যার দাগ তাদের শরীরে স্পষ্ট।

হাতেপায়ে শারীরিক নির্যাতনের দাগ (ছবি:X)

নয়াদিল্লিঃ ফের প্রকাশ্যে এল র‍্যাগিং (Ragging)-এর ঘটনা। অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh)এক বোর্ডিং স্কুলে (Boarding School) ভয়ঙ্কর র‍্যাগিং-এর শিকার ১৫ জন পড়ুয়া। সূত্রের খবর, মঙ্গলবার বর্দুমসার জওহর নবোদয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্ররা যখন স্কুলের পরে দুপুরের খাবার খাচ্ছিল তখন একাদশ শ্রেণির কিছু ছাত্র মিলে তাদের র‍্যাগিং করে। শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতন করা হয়, যার দাগ তাদের শরীরে স্পষ্ট। বেশকিছু ছাত্র পিঠে ও পায়ে গুরুতর আঘাত পেয়েছে। স্কুলের প্রিন্সিপাল রাজীব রঞ্জন বলেছেন,"এই ঘটনার পর স্কুলের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে পাঁচ ছাত্রকে বরখাস্ত করা হয়েছে। অভিভাবকদের সঙ্গে শিক্ষক পরিষদের বৈঠক রয়েছে। পরবর্তী কী পদক্ষেপ করা হবে সেখানেই তা সিদ্ধান্ত নেওয়া হবে। " অন্যদিকে অভিভাবকরা অভিযুক্ত শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, রাজস্থানের দুঙ্গারপুর মেডিক্যাল কলেজের এমবিবিএস-এর প্রথম বর্ষের এক ছাত্রকে র‌্যাগিং করা হয়েছে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে নির্যাতিত পড়ুয়ার কিডনি এবং লিভার। তপ্ত রোদে তাঁকে তিনশোর বেশি ওঠ-বোস করতে বাধ্য করা হয়। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে মেডিক্যাল পড়ুয়ার কিডনি ও লিভার। ঘটনায় দ্বিতীয় বর্ষের সাতজন পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে।

এই খবরটিও পড়ুনঃ ব়্যাগিংয়ের শিকার প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়া, ক্ষতিগ্রস্ত কিডনি ও লিভার, চলছে চারবেলা ডায়ালিসিস