Aung San Suu Kyi: ঘুষের মামলায় ফের ৩ বছরের জেল, ২৬ বছর কারাগারেই কাটাবেন সু চি?
মায়ানমারের প্রাক্তন সর্বময় কর্ত্রী আং সাং সু চি'কে ফের তিন বছরের জেল হেফাজতের নির্দেশ দিল মান্ডালয় আঞ্চলিক হাই কোর্ট।
নেপিডো (মায়ানমার): মায়ানমারের (Myanmar) প্রাক্তন সর্বময় কর্ত্রী আং সাং সু চি'কে (Aung San Suu Kyi) ফের তিন বছরের জেল হেফাজতের নির্দেশ দিল মান্ডালয় আঞ্চলিক হাই কোর্ট (Mandalay Region High Court)। বুধবার দুর্নীতি (Corruption) ও ঘুষ (Bribes) নেওয়ার অভিযোগে তাঁকে এই সাজা দেওয়া হয়েছে বলে জুন্টা সরকারের দাবি। এর ফলে মায়ানমারের সবথেকে জনপ্রিয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার জয়ী সু চি'রAung San Suu Kyi জেল হেফাজতের মেয়াদ বেড়ে দাঁড়াল ২৬ বছর।
সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার নেপিডো ডিটেনশন সেন্টারের (Naypyitaw detention centre) মধ্যে থাকা জুন্টা নিয়ন্ত্রিত বদ্ধ আদালতের মধ্যে বসানো হয়েছিল মান্ডালয় আঞ্চলিক হাই কোর্টে বিচার হয় সু চি'র বিরুদ্ধে দায়ের হওয়া মামলার। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন মায়ানমার এক ব্যবসায়ী মাউয়ান উইকি (Maung Weik)। ২০২১ সালে জুন্টা সরকারের কাছে ভিডিয়োর মাধ্যমে করা অভিযোগে তিনি জানিয়ে ছিলেন, সু চিকে ২০১৮ সাল থেকে ২০২০ পর্যন্ত চারবারে মোট ৫৫০,০০০ মার্কিন ডলার ঘুষ দিয়েছিলেন। মায়ানমারে কিছু ব্যবসা করার জন্যই ওই ঘুষ দিতে হয়েছিল তাঁকে। নিজের মায়ের নামে তৈরি স্বেচ্ছাসেবী সংস্থার নামে ওই টাকা নিয়েছিলেন সু চি।
বুধবার এই মামলায় মায়ানমারের প্রাক্তন স্টেট কাউন্সিলার সু চি’কে দোষী সাব্যস্ত করে আদালত। নির্দেশ দেয় তিন বছরের জেল হেফাজতের। এর আগে দুর্নীতির মামলাতেই তাঁকে ২৩ বছরের সাজা দেওয়া হয়েছিল। নতুন করে সাজা দেওয়ার ফলে জেল হেফাজতের মেয়াদ বেড়ে দাঁড়াল মোট ২৬ বছর।
Myanmar deposed leader San Suu Kyi gets 3 years jail, bringing total to 26 years
Read @ANI Story | https://t.co/AgiiPuMRTA#SanSuuKyi #Myanmar #junta
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)