Flood In Odisha (Photo Credit: X/Screengrab)

বন্যায় (Flood) ভেসে যাচ্ছে ওড়িশার (Odisha) বহু অংশ। বিশেষ করে দক্ষিণ ওড়িশা (Odisha Flood)। ইতিমধ্যেই দক্ষিণ ওড়িশায় বন্যার জেরে ১০০টি গ্রাম ক্ষতিগ্রস্থ। একটানা বৃষ্টিতে দক্ষিণ ওড়িশার বহু অংশ যখন ভেসে যেতে শুরু করেছে, সেই সময় উদ্ধার কাজ শুরু হয়েছে জোর কদমে। কোনও মানুষকে যাতে বিপদে পড়তে না হয়,তার জন্য জোর কদমে উদ্ধার কাজ শুরু হয়েছে।

দেখুন ভয়ঙ্করভাবে ভাসছে ওড়িশা। হঠাৎ বন্যায় ভেসে যেতে শুরু করেছে মানুষের বাড়ি, ঘর। দেখেুন সেই ছবি...

 

এদিকে সেতু পেরোতে গিয়ে ভয়াবহ ঘটনা ঘটে গেল ওড়িশায়। বৃষ্টি এবং বন্যায় যখন কোরাপুট ভাসতে শুরু করেছে, সেই সময় সেতু  পেরোতে গিয়ে ভেসে যান ৩ বাইকে আরোহী। কোরাপুটের বোরিগুম্মা ব্লকে একটি সেতুর উপর দিয়ে যখন জল বয়ে যাচ্ছে, সেই সময় ৩ বাইক আরোহী তা পেরোতে গিয়ে পড়ে যান। এবং সেই বন্যার জলেই তাঁরা ভেসে যেতে শুরু করেন। কোনওক্রমে স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে জলে নেমে ওই বাইক আরোহীদের উদ্ধার করেন।

আরও পড়ুন: Uttarakhand Cloudburst Video: 'ভেঙেচুরে' পড়ছে উত্তরাখণ্ড, মেঘভাঙা বৃষ্টির পর বিপদসীমার উপর দিয়ে বইছে অলকানন্দা, মন্দাকিনি, জল ঢুকছে বাড়ি-ঘরে, দেখুন কী ভয়ঙ্কর পরিস্থিতি চামোলির

দেখুন কোরাপুটে কীভাবে ভেসে যেতে শুরু করেন ৩ বাইক আরোহী...