নুহতে উত্তেজনা ছড়াতে পারে, এই আশঙ্কায় বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রায় অনুমতি দেয়নি মনোহর লাল খাট্টার সরকার। য়া নিয়ে ইতিমধ্যেই হরিয়ানায় উত্তেজনা ছড়াতে শুরু করেছে। বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রা উপলক্ষ্যে যখন কড়া সতর্কতা জারি করা হয়েছে, সেই সময় অযোধ্যার জগদগুরু পরমহংস আচার্য মহারাজ অনশনে বসলেন। নুহতে কেন তাঁদের প্রবেশ করে কার্য সমাধার অনুমতি দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন পরমহংস আচার্য। তাঁরা শান্তিপূর্ণভাবে কার্য সমাধা করে, নুহ থেকে বিদায় নেবেন বলে জানান অযোধ্যার ওই ধর্মগুরু। নুহতে এগোতেও দেওয়ী হচ্ছে না, ফিরে যাওয়ার অনুমতিও দিচ্ছে না প্রশাসন। এমন চললে, তিনি আমরণ অনশনে বসবেন বলে জানান ওই ধর্মগুরু।
#WATCH | Nuh, Haryana: Seer Jagadguru Paramhans Acharya Maharaj from Ayodhya stopped at the Sohna toll plaza by the administration.
"I have come here from Ayodhya...The administration has stopped us here, they are not allowing us to move ahead nor they are allowing us to go… pic.twitter.com/m1Dv76xkna
— ANI (@ANI) August 28, 2023