নয়াদিল্লিঃ স্ত্রীকে (Wife) ফোন (Phone) করায় রাগ লিভ ইন পার্টনারের। রাগে অভিমানে ৪০ বছরের ব্যক্তিকে খুন লিভ-ইন পার্টনার তরুণীর। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের ডিএলএফ ফেজ় থ্রি এলাকায়। জানা গিয়েছে, নিহতের নাম হরিশ শর্মা। গুরুগাঁওয়ের বালিয়াসের বাসিন্দা। পেশায় স্ক্র্যাপ ডিলার। গত বছর থেকে ২৭ বছরের তরুণীর সঙ্গে লিভ ইন করা শুরু করেন তিনি। অন্যদিকে বিবাহিত ছিলেন হরিশ। গ্রামের বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকেন স্ত্রী। মাঝেমধ্যেই স্ত্রীকে ফোন করে খোঁজখবর নিতেন হরিশ। আর সেটাই একেবারেই পছন্দ করতেন না হরিশের লিভ-ইন পার্টনার যশমীত কর।
লিভ ইন পার্টনারকে খুন তরুনীর
সম্প্রতি হরিশের স্ত্রী অসুস্থ হওয়ায় ঘনঘন স্ত্রীকে ফোন করা নিয়ে হরিশের সঙ্গে অশান্তি শুরু হয় যশমীতের। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে ফ্ল্যাটের বাইরে বেরিয়ে স্ত্রীকে ফোন করেন হরিশ। আর তা জানতে পেরেই শুরু হয় অশান্তি। বচসা চরমে পৌঁছলে হরিশের বুকে ছুরি ঢুকিয়ে দেয় যশমীত। এরপর হরিশকে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। আবার জানা গিয়েছে, শনিবার ওই ফ্ল্যাটে হরিশ ও যশোমতী ছাড়াও উপস্থিত ছিলেন হরিশের এক বন্ধু। তিনিই হরিশকে হাসপাতালে নিয়ে যান। তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্ত্রীর সঙ্গে কথা বলায় গোঁসা, অভিমানে বিবাহিত লিভ-ইন পার্টনারকে খুন তরুণীর
STORY | Gurugram: Married man killed by live-in partner for talking to wife
READ | https://t.co/ojk81BoXak pic.twitter.com/uFlgkmnKRV
— Press Trust of India (@PTI_News) August 3, 2025 খুন