Shelly-Ann Fraser-Pryce, Paris Olympics 2024: হঠাৎই প্যারিস অলিম্পিকের ১০০ মিটার দৌড় থেকে সরলেন দুবারের সোনাজয়ী শেলি অ্যান

২০০৮ ও ২০১২ সালের স্বর্ণপদক জয়ী ফ্রেজার-প্রাইস আগেই বলেন, এটি হবে তার পঞ্চম ও শেষ অলিম্পিক। আজ সকালে ইনস্টাগ্রামে এক পোস্টে তার সমর্থকদের ধন্যবাদ জানালেও তার চোট সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানাননি

Shelly-Ann Fraser-Pryce (Photo Credit: @Remy_Jac/ X)

দু'বারের অলিম্পিক ১০০ মিটার দৌড়ের চ্যাম্পিয়ন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসের (Shelly-Ann Fraser-Pryce) আরেকটি শিরোপার সন্ধান হঠাৎ করেই শেষ হয়ে যায় যখন তিনি প্যারিস অলিম্পিক ২০২৪ (Paris Olympics 2024) গেমসের ১০০ মিটার সেমিফাইনালের আগে সরে দাঁড়ান। অলিম্পিক কর্মকর্তারা জানিয়েছেন, তিনি চোট পেয়েছেন কিন্তু কোথায় সেটা জানা যায়নি। গতকাল সন্ধ্যার দ্বিতীয় সেমিফাইনালে শা'কারি রিচার্ডসন এবং জুলিয়েন আলফ্রেডের দৌড়ের কয়েক মুহূর্ত আগে তিনি এই সিদ্ধান্ত নেন। দলের ম্যানেজার লুডলো ওয়াটস জ্যামাইকা অবজারভারকে বলেছেন, 'আমরা কেবল জানি যে সে আহত, দলের একজন চিকিৎসক বিষয়টি নিয়ে কথা বলছেন এবং আমরা বিষয়টি নিয়ে আরও কথা বলব।' এরপরই আলফ্রেড সেমিফাইনাল এবং ফাইনালে রিচার্ডসনকে হারিয়ে সোনা পেয়েছেন। ২০০৮ ও ২০১২ সালের স্বর্ণপদক জয়ী ফ্রেজার-প্রাইস আগেই বলেন, এটি হবে তার পঞ্চম ও শেষ অলিম্পিক। আজ সকালে ইনস্টাগ্রামে এক পোস্টে তার সমর্থকদের ধন্যবাদ জানালেও তার চোট সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানাননি। Carlos Yulo, Paris Olympics 2024: জিমন্যাস্টিকে প্যারিস অলিম্পিকে ঐতিহাসিক সোনা জয় কার্লোস ইউলোর, ফিলিপিনস সরকার থেকে পাবেন বিলাসবহুল বাড়ি

দেখুন পোস্ট

 

View this post on Instagram

 

A post shared by Shelly-Ann Fraser-Pryce (@realshellyannfp)

উল্লেখ্য, জ্যামাইকা টিম তাদের সোশ্যাল মিডিয়া সাইটে জানিয়েছে, গতকাল ট্রেনিং ট্র্যাকে ঢুকতে বাধা দেওয়া বেশ কয়েকজন অ্যাথলেটের মধ্যে ফ্রেজার-প্রাইস অন্যতম। শেষ পর্যন্ত তাঁকে ঢুকতে দেওয়া হয়েছে বলে জানা যায়। যদিও প্যারিসের আয়োজকরা জানিয়েছেন, তিনি ভুল গেটে এসেছিলেন এবং অনুশীলন এলাকায় ঢোকার জন্য অন্য গেট ব্যবহার করা হয়। তার চলে যাওয়ায় টোকিওতে পোডিয়াম জয়ী তিন জ্যামাইকান ছাড়াই প্যারিস অলিম্পিক শুরু হয়। বর্তমান চ্যাম্পিয়ন এলাইন থম্পসন-হেরাহ এই বছরের শুরুতে গোড়ালির চোটের কারণে সরে দাঁড়ান এবং ব্রোঞ্জ পদকপ্রাপ্ত শেরিকা জ্যাকসন এই সপ্তাহে ঘোষণা করেন যে তিনি ২০০ মিটারে মন দিতে চান।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now