প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

উত্তরপ্রদেশ: ফিরোজাবাদের জাসরানায় ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকান্ড (Fire)। ঝুপড়িতে আটকে পড়া তিন সন্তানকে বের করে আনার চেষ্টায় আহত গুরুতর দগ্ধ হন বাবা-মা। শিশুদের বের করে আনা হলেও প্রাণ বাঁচাতে পারেনি। আহত বাবা-মা (Parents) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

বানজারা গ্রামে শাকিলের ঘরে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে শাকিল ও তাঁর স্ত্রী মাজাদী ঘরের ভেতরে আটকে পড়া শিশুদের উদ্ধার করতে আগুনের মধ্যে গিয়ে তাঁদের সন্তানদের বের করে আনে। কিন্তু শিশুদের বাঁচানো যায়নি, তাঁরাও গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। প্রতিবেশী সূত্রে খবর, ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়, আর এক শিশু আগ্রায় চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। আরও পড়ুন:  J&K: জম্মু ও কাশ্মীরের কাঠের দোকানে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অধীনে, শাকিলকে দুটি কিস্তি দেওয়া হয়েছে, কিন্তু তিনি ছাদ তৈরি করেননি। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা হয়েছে। প্রতিবেদনটি সরকারের কাছে পাঠানো হচ্ছে। সুপারিশ পাওয়ার সঙ্গে সঙ্গে আর্থিক সহায়তা প্রদান করা হবে।