Sukesh Chandrashekhar and Arvind Kejriwal (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ২ জুনঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নামে দুবাইতে বিপুল বেআইনি সম্পত্তির অভিযোগ। সেই অভিযোগটি তুলেছেন আর্থিক তছরুপ মামলায় জেলবন্দি কনম্যান সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar)। এই খাতে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখলেন সুকেশ। চিঠিতে জেলবন্দি সুকেশ দাবি করেছেন, কেজরিওয়ালের হয়ে কমিশনের টাকা ব্যবহার করে দুবাইয়ে (Dubai) তিনটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। বিপুল অর্থের ওই ফ্ল্যাটগুলি এখন বিক্রি করতে উদ্যত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM Arvind Kejriwal)।

আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে দ্রুতগতির গাড়ি এসে পড়ল রেললাইনে, আহত ৫

জেলবন্দি কনম্যান (Sukesh Chandrashekhar) চিঠিতে লেখেন, 'আমি জানতে পেরেছি আপনি নিজের সহযোগী মনোজ জৈনকে দুবাইয়ের জুমেইরাহ পামসের তিনটি অ্যাপার্টমেন্ট জরুরিভবাবে বিক্রি করতে বলেছেন। যে ফ্ল্যাটগুলি আপনি ২০২০ সালে হায়দরাবাদের একজন ফার্মা কন্ট্রাক্টরের কাছ থেকে পাওয়া কমিশনের টাকা ব্যবহার করে আমার মাধ্যমে কিনেছিলেন। দুবাইয়ের অর্থে যার মূল্য ৬৫ মিলিয়ন দিরহামস। ভারতীয় অর্থে সেই অঙ্কটা ১৪৫ কোটি টাকা'।

দুইবাইতে মুখ্যমন্ত্রীর (Arvind Kejriwal) নামে বিপুল সম্পত্তির দাবি তুলে সুকেশ চিঠিতে আরও উল্লেখ করেছেন, 'এই বিষয়ে যেহেতু আপনি সত্যি কথা বলবেন না তাই প্রমাণ স্বরূপ আমার সঙ্গে সত্যেন্দ্র জৈনের একটি হোইয়াটস অ্যাপ কথোপকথন আমি প্রকাশ করব। যা দুবাইয়ে ওই তিনটি অ্যাপার্টমেন্ট কেনার প্রমাণ। মুখ্যমন্ত্রীকে সাবধান করে কনম্যান আরও বলেন, আগামী সাত দিনের মধ্যে সেই কথোপকথনের একটি অনুলিপি ইডি এবং দুর্নীতিবিরোধী ভিজিল্যান্সকেও পাঠাবেন তিনি।

চন্দ্রশেখরের মাকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে দিল্লির মুখ্যমন্ত্রীর (Delhi CM Arvind Kejriwal) বিরুদ্ধে। এই মর্মে চিঠিতে সুকেশ (Sukesh Chandrashekhar) উল্লেখ করেন, কেজরিওয়ালের এক সহকারী তাঁর মাকে গিয়ে হুমকি দিয়েছেন, ছেলেকে যদি তিনি না থামান তাহলে ছেলের খাবারে বিষ মেশানো হবে। সেই হুমকির প্রত্যুত্তরে জেলবন্দি কনম্যান চিঠিতে লেখেন, 'আমার পরিবারের উপর আপনি যে সমস্ত চাপ সৃষ্টি করছেন তার উপযুক্ত জবাব আপনি ঠিক পাবেন। মনে রাখবেন তিহারে খুব শীঘ্রই যোগ দিতে চলেছেন আপনি'।