নয়াদিল্লিঃ পর্ণে (Porn) আসক্ত। দিনরাত বিকৃত যৌনতার আকাঙ্খা। ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি করতে না দেওয়ায় স্ত্রীকে (Wife) খুন যুবকের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) পুলি গ্রামে। অভিযুক্ত যুবকের নাম জাবার সিং জাতাব। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি গোল্ডি নামে এক তরুণীর সঙ্গে বিয়ে হয় তাঁর। অভিযোগ, বিয়ের পর থেকেই জাবারের কিছু অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করেন গোল্ডি। দিনরাত পর্ণ ভিডিয়ো দেখার নেশা ছিল জাবারের। সেই সঙ্গেই জোরপূর্বক যৌন সঙ্গম করত জাবাব। দিনরাত চলত শারীরিক অত্যাচার। যতদিন যায় বাড়তে থাকে অত্যাচার।
স্ত্রীকে গলা টিপে খুন স্বামীর, নেপথ্যে কী কারণ?
মূল ঘটনার সূত্রপাত গতকাল অর্থাৎ শনিবার। যৌন সঙ্গমের মুহূর্ত ক্যামেরাবন্দি করার প্রস্তাব দেয় জাবার। আর তাতে স্ত্রী রাজি না হতেই শুরু হয় বচসা। এরপরই স্ত্রীকে গলা টিপে খুন করে সে। ইতিমধ্যেই খুনের দায়ে জাবারকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ফোন। তাঁর ফোন ঘেঁটে প্রচুর পরিমাণে পর্ণ ভিডিয়ো পাওয়া গিয়েছে। মৃত যুবতীর বাড়ির লোকের অভিযোগ, মেয়ের উপর নির্মম অত্যাচার চালাত জাবার। শুধু তাই নয়, গোটা ঘটনায় জাবারের পরিবারকেও দায়ী করছে গোল্ডির পরিবার। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিকৃত যৌনতার জেরে স্ত্রীকে খুন স্বামীর
Bhind Shocker: Porn-Addict Man Kills Wife for Refusing To Record Sex Act; Police Find Obscene Videos and Sex-Enhancement Drug Searches on His Phone #Bhind #MadhyaPradesh #Crime #Murder
— LatestLY (@latestly) July 6, 2025
Read: https://t.co/fFVXu8Lspg
— LatestLY (@latestly) July 6, 2025