Subhadra Yojana: সুভদ্রা যোজনা কি? ৮০ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন
ডিসেম্বরের মধ্যে ১ কোটি মহিলাকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার লক্ষ্য রাজ্য সরকারের।
নয়াদিল্লি: ওড়িশা সরকার সুভদ্রা যোজনার (Subhadra Yojana) তৃতীয় পর্যায়ের প্রথম কিস্তি দিচ্ছে। মূলত মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কেন্দ্রের পাশাপাশি অনেক রাজ্য সরকারও ভিবিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এরকম একটি প্রকল্প হল সুভদ্রা যোজনা, ওড়িশা সরকার মহিলাদের কথা মাথায় রেখে এই প্রকল্প শুরু করেছে। ওড়িশাতে এখনও পর্যন্ত ৮০ লক্ষেরও বেশি মহিলা সুভদ্রা যোজনার আওতায় সুবিধা পেয়েছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি সুন্দরগড় জেলা থেকে প্রকল্পের অধীনে তৃতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। সুভদ্রা যোজনার সহায়তা পাওয়ার যোগ্য মহিলারা এই আর্থিক বছরে ৫০০০ টাকার প্রথম কিস্তির টাকার জন্য ৭ মার্চ পর্যন্ত তাঁদের আবেদন জমা দিতে পারেন।
মহিলাদের সাহায্য ও স্বনির্ভর করতে ওড়িশা সরকার সরাসরি তাঁদের অ্যাকাউন্টে ৫,০০০ টাকা পাঠাচ্ছে৷ রাজ্য সরকার এখনও পর্যন্ত এই প্রকল্পের অধীনে মহিলাদের অ্যাকাউন্টে ১০০০ কোটি টাকারও বেশি পাঠিয়েছে, যার মধ্যে তৃতীয় ধাপের প্রথম পর্যায়ে ৩.৩৭ লক্ষ মহিলার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ডিসেম্বরের মধ্যে ১ কোটি মহিলাকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার লক্ষ্য রাজ্য সরকারের।
আবেদন প্রক্রিয়া
ওড়িশার যে কোনও মহিলা যারা এই সুভদ্রা প্রকল্পের অধীনে আসতে চান, তাদের প্রথমে স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট www.subhadra.odisha.gov.in-এ গিয়ে তথ্য পূরণ করতে হবে।