গ্ল্যামার ও স্টাইলের রাণী অভিনেত্রী মোনালিসা বা ঝুমা বৌদি(Jhuma Boudi)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তার নতুন ফটোশুটের ছবিগুলিতে তিনি একেবারে হট এবং সেক্সি লুকে ধরা দিয়েছেন। সাদা রঙের স্টাইলিশ ক্রপ টপ ও ড্রেপড স্কার্টে তার এই লুক নজর কেড়েছে অনুরাগীদের। এই ছবিতে তার যৌবন উপচে পড়ছে। শরীরের অনেকটা অংশই খোলা। ভারি স্তনযুগলের গভীর খাঁজ দেখে ভক্তদের মনে গভীরতার আঁকিবুঁকি। এই ছবি দেখে অনুরাগীদের শরীরে পারদের তাপমাত্রা হুঁ হুঁ করে বাড়ছে। খুব কম সময়েই ভাইরাল এই ছবি। হালকা গোলাপি ঠোঁট ও স্মোকি চোখের ছোঁয়া। সঙ্গে পরেছিলেন ঝলমলে ঝুমকা ও খোলা চুলে নজরকাড়া রূপ। সোফায় বসে ও সিঁড়িতে দাঁড়িয়ে তোলা প্রতিটি ছবিতেই তার এক্সপ্রেশন ও দৃষ্টিভঙ্গি যেন আগুন ধরিয়ে দিচ্ছে নেটদুনিয়ায়।
ছবিগুলি শেয়ার হতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস। অভিনয় জগতে নিজের ক্যারিয়ার শুরু করার আগে মোনালিসার পরিবারের দেওয়া অর্থাৎ জন্মের সময় মোনালিসার নাম দেওয়া হয়েছিল অন্তরা বিশ্বাস। অভিনয় জগতের জন্য অন্তরা নিজের নাম পরিবর্তন করে হয়ে ওঠেন মোনালিসা। বর্তমান যুগে মোনালিসা নামে জনপ্রিয় হওয়ার সঙ্গে ঝুমা বৌদি নামেও খুব জনপ্রিয় অন্তরা। বড় বা ছোট পর্দাতে মোনালিসা বা ঝুমা বৌদিকে দেখতে পাওয়া মানেই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা।
প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি ও রিল বা ভিডিওর পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে ঝুমা বৌদি। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় হট ও সেক্সি ছবি ও নাচের রিল বা ভিডিওর পোস্ট করেন মোনালিসা। সোশ্যাল মিডিয়ায় মোনালিসা সাধারণত কোনও ছবি বা নাচের রিল পোস্ট করলে সেই ছবি বা রিল খুব কম সময়েই ভাইরাল হয়ে যায়। বিশেষ করে, তার বোল্ড লুক এবং বিভিন্ন ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয়ের কারণে তিনি আলোচনায় থাকেন।