Mia Khalifa Fired From Job: ইসরায়েল-হামাস যুদ্ধে প্যালেস্তাইনের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় চাকরি গেলো মিয়া খালিফার, দেখুন

ইসরায়েল-হামাস যুদ্ধে প্যালেস্তাইনকে সমর্থন করায় জনপ্রিয় হলিউড মডেল ও প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

Mia Khalifa Fired From Job (Photo Credit: Instagram)

নয়াদিল্লি: ইসরায়েল-হামাস যুদ্ধে প্যালেস্তাইনকে সমর্থন করায় জনপ্রিয় হলিউড মডেল ও প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা (Mia Khalifa) -কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গত শনিবার থেকে ইজরায়েল এবং হামাস বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। ইজরায়েল ও প্যালেস্তাইনের রক্তক্ষয়ী সংঘর্ষে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। খলিফা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফিলিস্তিনের সমর্থনে পোস্ট করেছিলেন। যে কারণে তাঁকে চাকরি হারাতে হলো।তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘‘আপনি যদি প্যালেস্তাইনের পরিস্থিতি দেখেও প্যালেস্তিনীয়দের পক্ষে নিজের সমর্থন প্রকাশ না করেন, তা হলে আপনি ভুল করছেন। ইতিহাস তা প্রমাণ করবে।’’ এই পোস্ট ঘিরে খলিফাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দেখুন

প্রাপ্তবয়স্কদের ছবি থেকে  বেশ কয়েক বছর আগেই অবসর নিয়েছেন মিয়া খলিফা। তবে সমাজমাধ্যমে এখনো তিনি বেশ প্রভাবশালী। তিনি বিভিন্ন সামসজিক বিষয়ে নিজের মতামত প্রকাশ করে থাকেন।



@endif