নয়াদিল্লিঃ ছাড় পেল না মৃতদেহও। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের মর্গে তরুণীর নিথর দেহ বের করে উদ্দাম যৌনতা। এক বছর পর ফাঁস হল কীর্তি। অভিযোগ দায়ের হতেই গ্রেফতার তরুণ। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুরহানপুরে। জানা গিয়েছে, ওই তরুণের নাম নীলেশ ভাইলালা। বয়স ২৫ বছর। ভাউরাঘাট এলাকার তাঙ্গিয়াপাট গ্রামের বাসিন্দা সে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ২০২৪ সালের ১৮ এপ্রিল খাকনার কমিনিউটি স্বাস্থ্য কেন্দ্রের মর্গে ঢুকে পড়ে ওই তরুণ। পরে জানা যায়, মর্গ থেকে তরুণীর নিথর দেহ বের করে ধর্ষণ করে সে। যে এলাকায় সিসিটিভি ক্যামেরা ছিল না সেখানে নিয়ে গিয়ে মৃতদেহের সঙ্গে উদ্দাম যৌনতায় লিপ্ত হয় সে। এরপর দেহটি স্ট্রেচারের পাশে ফেলে পালায় সে।
মধ্যপ্রদেশের মর্গে বর্বরতা, গ্রেফতার অভিযুক্ত
হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক বছর পর অভিযুক্তকে চিহ্নিত করা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এখনও তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কীভাবে নিরাপত্তা বলয় ভেদ করে মর্গে ঢুকে পড়ল সে তা নিয়েও উঠছে প্রশ্ন।
রেহাই পেল না মৃতদেহও, মর্গ থেকে তরুণীর দেহ বের করে উদ্দাম যৌনতা, গ্রেফতার যুবক
Madhya Pradesh: Man Molests Woman’s Dead Body in Morgue, Caught Dragging Her on CCTV https://t.co/OoPFOuYKMv via @The CSR Journal
— Neeraj Pandey (@Neeraj__P) October 9, 2025