Stray Dog Attack (Photo Credits: Wikimedia Commons)

নয়াদিল্লিঃ যোগীরাজ্যে পথ কুকুরদের (Stray Dogs) জন্য কড়া 'শাস্তি।' একবারের বেশি কাউকে কামড়ালেই 'যাবজ্জীবন কারাবাস (Life Imprisonment) ।' এমনই সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। যোগী সরকারের তরফে জানানো হয়ছে, বিনা প্ররোচনায় কোনও পথ কুকুর যদি কাউকে প্রথমবার কামড়ায় তাহলে তাকে ১০ দিনের কারাবাস দেওয়া হয়। ফের যদি সেই কুকুর কাউকে আক্রমণ করে তবে সারাজীবন তাকে বন্দি করে রাখা হবে।

পথ কুকুরদের জন্য 'কড়া শাস্তি' এই রাজ্যে

সম্প্রতি উত্তরপ্রদেশের পঞ্চায়েত এবং পুরসভা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি অমৃত অভিজাতের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়াগরাজ পুরসভার পশুচিকিৎসক বিজয় অমৃত রাজ জানিয়েছেন, কোনও পথ কুকুর বিনা প্ররোচনায় কাউকে কামড়ালে তাকে ১০ দিন পর্যবেক্ষণ করা হবে। এরপর তাকে ছাড়ার আগে কুকুরটির শরীরে একটি মাইক্রোচিপ জুড়ে দেওয়া হবে। যার দ্বারা তাকে সর্বদা শনাক্ত করা যাবে। দ্বিতীয়বার ওই কুকুরটি কাউকে আক্রমণ করলেই তাকে আজীবন পশুকেন্দ্রে রেখে দেওয়া হবে। সম্প্রতি পথ কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের একটি রায়ের বিরুদ্ধে গর্জে ওঠে গোটা দেশের পশুপ্রেমীরা। চাপের মুখে পড়ে পরবর্তীতে এই রায়ে কিছু বদল আনতে বাধ্য হয় শীর্ষ আদালত। এই ঘটনার কিছুদিনের মধ্যেই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকারের।

পথ কুকুরদের জন্য কড়া আইন, একাবারের বেশি দু বার কাউকে কামড়ালেই 'যাবজ্জীবন কারাবাস'