
বাংলাদেশী ইনফ্লুয়েন্সার জন্নাত তোহা (Jannat Toha) । তার পোস্ট করা ভিডিও মানেই আলোড়ন। নতুন ভিডিও তে তাকে দেখা গেছে একটি নীল টপ ও সাদা পালাজ্জো পড়েছেন। স্টাইলিশ লুকে। আধুনিক পোশাক, হালকা মেকাপ। হালকা নীল রঙের লং টপ, গলার কাছে একটি স্টাইলিশ বো টাই। ক্লাসিক সৌন্দর্য ফুটে উঠেছে। টপটি ফুলস্লিভ । তাঁর নিচের অংশে থাকা সাদা পালাজ্জো প্যান্ট। উজ্জ্বল এবং ফ্রেশ আউটডোর লোকেশনটির সাথে পোশাকের ম্যাচিং । কোমর দুলিয়ে মন জয় করে নিয়েছেন নেটিজেনদের। তাঁর চোখের চাহনিতে মন কেড়েছে সকলের।
বাংলাদেশি ইউটিউবার জন্নাত তোহা ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার পর সোশ্যাল মিডিয়ায় অন্যান্য প্ল্যাটফর্মে জনপ্রিয়তা অর্জন করেছেন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিনই ছবি, রিল পোস্ট করেন তিনি৷ নতুন নতুন পোশাক পরে নাচের মতো বিভিন্ন বিষয়ের উপর ছবি, রিল পোস্ট করেন জান্নাত। জান্নাত তোহার ইউটিউব ভ্লগ দৃষ্টি আকর্ষণ করে ফলোয়ারদের। প্রথমে সোশ্যাল মিডিয়ায় একটি এমএমএস ভিডিও ভাইরাল হওয়ার পর পরিচিতি পেয়েছিলেন জান্নাত তোহা। এই এমএমএস ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক হলেও জান্নাত তোহার ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠার কারণ এই এমএমএস।