ICSE Board Results 2023: আজ, শনিবার ICSE বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশ, অনলাইনে কীভাবে দেখবেন
ICSE দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল দেখার জন্যে পরীক্ষার্থীদের তাঁদের ইনডেক্স নম্বর এবং প্রদত্ত ক্যাপচা কোড সহ UID পূরণ করতে হবে।
ICSE Board Results 2023: আইসিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ হবে ১৩ মে। আজ, শনিবার ICSE বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। দুপুর ৩টে থেকে আইসিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে ফলাফল।
পরীক্ষার্থীরা কীভেবে অনলাইনে রেজাল্ট দেখবেন? জেনে নিন
ICSE দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল দেখার জন্যে পরীক্ষার্থীদের তাঁদের ইনডেক্স নম্বর এবং প্রদত্ত ক্যাপচা কোড সহ UID পূরণ করতে হবে।
অনলাইনে রেজাল্ট দেখবেন নিম্নলিখিত পদক্ষেপ গুলো অনুসরণ করে...
প্রথমে অফিসিয়াল ওয়েবসাটে cisce.org জান
ডান দিকে উপরে 'Result 2023' এ ক্লিক করুণ
এরপর দশম শ্রেণীর আইসিএসই ২০২৩ ফলাফলের একটি উইন্ডো খুলবে
সেখানে ইনডেক্স নম্বর, ইউআইডি এবং ক্যাপচা কোড লিখে 'Show Result'এ ক্লিক করুণ
আপনার রেজাল্ট প্রদর্শিত হবে পর্দায়।
পরিক্ষার্থীরা SMS-এর মাধ্যমেও নিজেদের পরীক্ষার ফলাফল চেক করতে পারবেন।