অভিনেত্রী মোনালিসা  বা ঝুমা বৌদি (Jhuma boudi)  নতুন ছবি শেয়ার করতেই ভাইরাল। যা দেখে অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। ছবিগুলিতে তাকে দেখা যাচ্ছে গাঢ় নীল রঙের টাইট-ফিটিং পোশাকে, যার মধ্যে ক্লিভেজ স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই ছবিতে  স্পষ্টতই হট ও গ্ল্যামারাস লুককে তুলে ধরেছে।

চোখে স্মোকি লুক এবং ঠোঁটে ন্যুড লিপস্টিক। একেবারে হট ও সেক্সি লুক। নেটিজেনদের মধ্যে আলোড়ন।  নেটিজেনরা প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন—কেউ বলেছেন গর্জিয়াস, তো কেউ মন্তব্য করেছেন আগুন।

ছবিগুলি শেয়ার হতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস। অভিনয় জগতে নিজের ক্যারিয়ার শুরু করার আগে মোনালিসার পরিবারের দেওয়া অর্থাৎ জন্মের সময় মোনালিসার নাম দেওয়া হয়েছিল অন্তরা বিশ্বাস। অভিনয় জগতের জন্য অন্তরা নিজের নাম পরিবর্তন করে হয়ে ওঠেন মোনালিসা। বর্তমান যুগে মোনালিসা নামে জনপ্রিয় হওয়ার সঙ্গে ঝুমা বৌদি নামেও খুব জনপ্রিয় অন্তরা। বড় বা ছোট পর্দাতে মোনালিসা বা ঝুমা বৌদিকে দেখতে পাওয়া মানেই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা। প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি ও রিল বা ভিডিওর পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে ঝুমা বৌদি। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় হট ও সেক্সি ছবি ও নাচের রিল বা ভিডিওর পোস্ট করেন মোনালিসা।