নয়াদিল্লিঃ নাবালক প্রেমিকের (Boyfriend) সঙ্গে যৌনসঙ্গম। অতিরিক্ত রক্তক্ষরণের(Bleeding) জেরে মৃত্যু ১৬ বছরের নাবালিকার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar)পাটনায়(Patna)। জানা গিয়েছে, মৃত নাবালিকা জেহনাবাদের বাসিন্দা। প্রেমিকের ডাকে পাটনায় আসে সে। সেখানেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
যৌন সঙ্গমের জেরে মৃত্যু ১৬ বছরের নাবালিকার, আটক নাবালক প্রেমিক
পুলিশ সূত্রে খবর, মাত্র ১০ দিন আগে জেহনাবাদ স্টেশনে ওই নাবালকের সঙ্গে পরিচয় হয় নাবালিকার। সেখানেই ফোন নম্বর আদানপ্রদান হয়। এরপর কথা বলতে বলতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপরই নাবালিকাকে শারীরক সম্পর্কের প্রস্তাব দেয় ওই নাবালক। তাতে রাজি হয় নাবালিকা। তাকে পাটনায় ডেকে পাঠায় নাবালক। সেখানে এক বন্ধুর বাড়িতে যৌন সঙ্গমে লিপ্ত হয় ওই যুগল। এরপরই আচমকা অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই নাবালক প্রেমিককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ওই নাবালকের কয়েকজন বন্ধুকেও জেরা করছে পুলিশ। মৃত নাবালিকার ঠাকুমা জানান, বাবার সঙ্গে দেখা করার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল সে। স্বাভাবিকভাবেই নাবালিকার অকালপ্রয়াণে শোকাহত গোটা পরিবার।
যৌন সঙ্গমের জেরে মৃত্যু ১৬ বছরের নাবালিকার, আটক নাবালক প্রেমিক
पटना में एक लड़के के साथ शारीरिक संबंध बनाने के बाद लड़की की मौत हो गई। संबंध बनाने के दौरान लड़की को तेज ब्लीडिंग हुई थी। लड़का और लड़की दोनों ही नाबालिग थे।#Bihar https://t.co/yxBjdOWmDy
— Hindustan (@Live_Hindustan) July 12, 2025