Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ দীর্ঘদিনের সম্পর্কের (Relationship) পর বিয়ের (Wedding) জন্য জোরাজুরি। বিধবা প্রেমিকার (Girlfriend) দাবিতে কার্যত নাজেহাল অবস্থা। এবার সেই প্রেমিকাকেই কুপিয়ে খুনের (Murder) সিদ্ধান্ত প্রেমিকের। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ইরোড জেলায়। প্রেমিকাকে খুন করে দেহ কলাবাগানে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে ২৭ বছরের তরুণের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বছর ৩৫-এর ওই মহিলা। পরে গোবিচেত্তিপালওয়াম শহরের একটি কলাবাগান থেকে উদ্ধার হয় তাঁর দেহ। ওই তরুণের সঙ্গে প্রেমের কথা জানতেন স্থানীয়রা। তাঁরাই পুলিশকে সেই সম্বন্ধে জানান।

এরপর প্রেমিককে জিজ্ঞাসাবাদ শুরু করলে আসল সত্যি বেরিয়ে আসে। পুলিশকে অভিযুক্ত প্রেমিক জানায়, ওই মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। সম্প্রতি প্রেমিকা বিয়ের জন্য জোর করতে থাকে তাকে। কিন্তু এই মুহূর্তে বিয়েতে রাজি ছিল না সে তা প্রেমিকাকে বলে বোঝাতে পারছিল না সে। এই নিয়ে রোজ দু'জনের মধ্যে অশান্তি শুরু হয়। বচসাআ চরমে পৌঁছলে প্রেমিকাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে ফেলে সে। এরপরই তাঁকে কুপিয়ে খুন করে দেহ একটি কলাবাগানের পুঁতে দেয় সে। ইতিমধ্যেই খুনের দায়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিয়ের জন্য জোরাজুরি, বিধবা প্রেমিকাকে কুপিয়ে খুন যুবকের