নয়াদিল্লিঃ ছাদে খেলতে গিয়ে গণধর্ষণের(Gang Rape) শিকার পাঁচ বছরের শিশু। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বালিয়ায়(Ballia)। গণধর্ষণের অভিযোগ উঠেছে তিন নাবালকের বিরুদ্ধে। তাদের বয়স যথাক্রমে ৬, ১৩ ও ১৬ বছর। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। তিন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। নির্যাতিতার মা জানিয়েছেন, অভিযুক্তরা তিন ভাই। বাড়ির একতলায় ভাড়া থাকত তারা। মাঝেমধ্যেই মেয়ের সঙ্গে খেলতে উপরে আসত। গত বুধবারও খেলতে এসেছিল তারা। রোজের মতোই চারজন মিলে ছাদে খেলছিল। সেখানেই পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে তারা। এই ঘটনা জানার পর সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা শিশুর পরিবার। তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম। পকসো আইনে মামলা রুজু হয়। প্রাথমিক তদন্তের পর শনিবার তিন অভিযুক্তকে আটক করা হয়। অন্যদিকে ইতিমধ্যেই নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
খেলতে গিয়ে পাঁচ বছরের শিশুকে গণধর্ষণ, আটক তিন নাবালক
Five-year-old girl raped by three minor boys in UP's #Balliahttps://t.co/HgH1mVSiJb
— Hindustan Times (@htTweets) October 19, 2024